মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য পদ বাতিল হলো এম এ মোহিতের

October 2, 2016,

স্টাফ রিপোর্টার॥ সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম এ মোহিতের স্থায়ী সদস্য পদ বাতিল করা হয়েছে।
জানাগেছে,মৌলভীবাজার প্রেসক্লাব আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে মৌলভীবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানকে আমন্ত্রন জানালে, তিনি অতিথি হিসেবে প্রেসক্লাবের অনুষ্ঠানে যোগদেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সালেহ এলাহী কুটি ৪টি ছবি সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে পোষ্ট করেন। সালেহ এলাহী কুটির পোষ্ট দেওয়া ছবিগুলোর নীচে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম এ মোহিত কুরুচিপূর্ণ মন্তব্য করেন, সেই মন্তব্যটি আবার এম এ মোহিত তার নিজ ফেসবুক একাউন্টের টাইমলাইনে স্ট্যাটাস হিসাবে দেন। এম এ মোহিতের মন্তব্য ও স্ট্যাটাসে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন হয়। এ বিষয় নিয়ে গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পর পর দুটি সভা করে। দুটি সভায়ই সিদ্ধান্ত হয় প্রেসক্লাবের গঠণতন্ত্রের সংশ্লিষ্ট বিধান মতে সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এম এ মোহিতের সদস্য পদ বাতিল করা হবে।
গত ১ অক্টোবর প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতক্রমে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেওয়া এম এ মোহিতের সদস্যপদ বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সেই সাথে সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে আমন্ত্রিত অতিথিকে নিয়ে লেখালেখি করে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন ও সম্মানহানি করায় এম এ মোহিতের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি)সংশ্লিষ্ট ধারায় প্রেসক্লাবের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্তেরও অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য যে, এম এ মোহিত গত ২৮ জুন মৌলভীবাজারের দুসাই রিসোর্ট এন্ড স্পা-তে ইফতার পার্টিতে প্রেসক্লাবের সদস্যসহ জেলার অন্যান্য সংবাদিকরা অংশ নিলে তিনি সেই ইফতার পার্টি নিয়ে ফেসবুকে অবমাননাকর কাল্পনিক স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসের বিষয় নিয়ে গত ২ জুলাই মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি জরুরী বর্ধিত সভায় হয়। সেই সভায় এম এ মোহিত ফেসবুকে তার দেওয়া স্ট্যটাসগুলোর দায়দায়িত্ব নিয়ে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করার মতো আর কোনো কর্মকান্ড করবেন না মর্মে অঙ্গিকার করে ক্ষমাপ্রার্থনা করেন। তখন প্রেসক্লাবের ওই সভায় তাকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু পূনরায় তিনি প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করায় ১ অক্টোবরের জরুরী সাধারণ সভায় তার স্থায়ী সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com