হাজী শামছুল হক ফাউন্ডেশনের মহতি উদ্যোগ : রোযা উপলক্ষ্যে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাশিমপুর গ্রামে -২৮ মে রোববার বিকেলে হাজী শামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সহ¯্রাধিক দরিদ্র মানুষের মধ্যে পুরো রমযান মাসের খাদ্য সামগ্রি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
হাজী শামছুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী হাজী শামছুল হকের সভাপতিত্বে ও সমাজসেবক আব্দুল মুন্তাকিন বাবুলের পরিচালনায় হাশিমপুর গ্রামের নয়াবাড়িতে খাদ্যসামগ্রি ও নগদ অর্থ বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, হাজী শামছুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য তরুণ সমাজসেবক এমদাদুল হক, সাবেক ইউপি মেম্বার ছমর উদ্দিন, ফরিজ উদ্দিন, পঞ্চায়েত প্রধান আব্দুল মুকিত, মাওলানা আব্দুল বাছিত, আব্দুস সহিদ, আব্দুল আলিম প্রমূখ।
উল্লেখ্য হাজী শামছুল হক ফাউন্ডেশন পুরো রমজান মাসের জন্য এলাকার দরিদ্র পরিবার প্রতি ১ বস্তা চাল, পিয়াজ, ডাল, তেল, লবন খেজুর ছাড়াও নগদ ৫শ’ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত অর্থ সহায়তা প্রদান করেছে।
এ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় ইসলামী ও সাধারণ শিক্ষা প্রসারেও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানের পৃষ্টপোষকতা ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে।
মন্তব্য করুন