হামদর্দের ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

March 19, 2017,

স্টাফ রিপোর্টার ॥ ১৭ই মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮৩ম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে ১৯ মার্চ রোববার দুপুরে শ্রীমঙ্গল শাখায় গরীব অসহায় এবং রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন করা হয়। অনুষ্ঠানে হামদর্দ ল্যাবরেটরীজ এর মৌলভবিাজারে জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা এর সভাপতিত্বে শ্রীমঙ্গল শাখায় গরীব অসহায় এবং রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) সহকারী পরিচালক (চট্রগ্রাম ও সিলেট) মোঃ জাফর ছাদেক, ডাঃ মোঃ শামছুল হক, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মন্নান ।
শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক আসজাদ হোসেন,সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাশেদ হোসেন, মেডিকেল প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ শফিকুর রহমান, মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলার ২শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। জেলার হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) এর ৫টি শাখায় অনুরূপ কর্মসুচি পালিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com