হামদর্দের ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ
স্টাফ রিপোর্টার ॥ ১৭ই মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮৩ম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে ১৯ মার্চ রোববার দুপুরে শ্রীমঙ্গল শাখায় গরীব অসহায় এবং রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন করা হয়। অনুষ্ঠানে হামদর্দ ল্যাবরেটরীজ এর মৌলভবিাজারে জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা এর সভাপতিত্বে শ্রীমঙ্গল শাখায় গরীব অসহায় এবং রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) সহকারী পরিচালক (চট্রগ্রাম ও সিলেট) মোঃ জাফর ছাদেক, ডাঃ মোঃ শামছুল হক, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মন্নান ।
শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক আসজাদ হোসেন,সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাশেদ হোসেন, মেডিকেল প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ শফিকুর রহমান, মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলার ২শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। জেলার হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) এর ৫টি শাখায় অনুরূপ কর্মসুচি পালিত হয়।
মন্তব্য করুন