(ভিডিও সহ) হামিদিয়া চা বাগান শ্রমিকদের ফ্রি চিকিৎসা সেবা

February 13, 2017,

স্টাফ রিপোর্টার॥ হামদে অসুকে বিসুকে মরি আমাদের খোজ খবর কেউ নাইলে। হাসপাতালে গেলে মাথা ব্যাথা, বকার, পেট বেদনা, ঝারাগেলো সব বেমারের একটা গনস্বাস্থ্য ঔষধ দেয়। হামদে মরলেও কেউ খবর নাইলে, হামদে কাহা যাবো। এইবার বাগানের সাহেব হামদে চিকিৎসা দেতে আইল। বাবুজি ওদের মঙ্গল হউক। ওরা আমাদের পরিবারের ছবরে চিকিৎসা ও ঔষধ দিলো।
চায়ের সবুজ দুনিয়ার আড়ালেই চাপা পড়ে আমাদের সুখ দুখ। লাইনে দাঁড়িয়ে থাকার পর বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ও ফ্রি ঔষধ হাতে পেয়ে রোগাক্রান্ত বৃদ্ধ রমেন বাউচি (৬৫), কেশব পাচী (৫৫), সুমেন্ত ভর (৪৮),সলিম মিয়া (৬০),রুলিনা ভর (৪৬) সহ অনেকেই এমনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন। তাদের মুখেই জানা গেল মৌলভীবাজার জেলায় ৯২টি চা বাগানের অধিকাংশ বাগানেই চা শ্রমিকরা নানা রোগে ভোগলেও সু-চিকিৎসা পাননা। সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষ দায়সার গোচরের চিকিৎসা সেবা দিয়েই ক্লান্ত। সে কারণে নিজ খরচে উন্নত চিকিৎসা জুটেনা তাদের ভাগ্যে। কারণ তারা যে পারিশ্রমিক পান তাতে পরিবারের সদস্যদের দু’ বেলা দু’ মুঠো ভাতেরও নিশ্চয়তা নেই। আর চিকিৎসাতো রিতিমত দুঃসাধ্য। রোগাক্রান্ত হয়ে বিনা চিকিৎসা ধুকে ধুকে মৃত্যুর কাছে হারে মানেন এই অধ্যম চা শ্রমিকরা। তারা জানালেন মালিক পক্ষের কাছে র্দীঘ জীবন থেকে মৌলিক অধিকারের বিষয়গুলো বাস্তবায়নের দাবী থাকলেও তা হয় উপেক্ষিত। তাই রোগে ভোগলেও উন্নত চিকিৎসা যেন তাদের স্বপ্ন। অবেহেলীত এই চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা পাওয়ার এমন স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল দেশ বিদেশে স্বনামধন্য আল হারামাইন পারফিউম গ্রুপ অব ইন্ডাটিজ।

১২ ফেব্রুয়ারী রোববার  আল হারামাইন পারফিউম গ্রুপ অব ইন্ডাটিজ এর মালিকানাধীন মৌলভীবাজারের হামিদিয়া চা বাগানে ওই বাগানসহ আশপাশের প্রায় ৬ শতাধিক নারী পুরুষ চা শ্রমিকদের ফ্রি চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আল হারামাইন গ্রুপ অব ইন্ডাটিজ এর ম্যানেজিং ডিরেক্টর কাজী ওলিউর রহমান। আল হারামাইন প্রাইভেট হাসপালের বিশেষজ্ঞ ডাক্তারদের উদ্যোগ ও সার্বিক তত্তাবধায়নে চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর কাজী ওলিউর রহমান জানান এবছর এটি তাদের ২য় ফ্রি মেডিকেল ক্যাম্প। এরপর ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্প হবে সিলেটের কানাইঘাটে। এছাড়াও চলতি মাসব্যাপীই চলবে তাদের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন ওই বাগানে প্রতি ৩ মাস অন্তর তিনি এভাবেই বিশেষজ্ঞ ডাক্তারদের সহায়তায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অবহেলীত চা শ্রমিকদের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। তিনি আরো জানান আল হারামাইন গ্রুপ অসহায় হতদরিদ্র মানুষের সুচিকিৎসা সেবা দিতে দেশের প্রাইভেট হাসপাতাল গুলোর প্রচলিত গলাকাটা ব্যবসায়িক চিন্তার উর্ধ্বে উঠে প্রকৃত সেবার মানুষিকথায় খুবশিগগিরই এ জেলাসহ দেশে হাসপাতাল করবে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন আল হারামাইন প্রাইভেট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বিগ্রেডিয়ার (অব) ডা.ইব্রাহিম, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভির জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অকিল উদ্দিন আহমদ, হামিদিয়া চা বাগানানের মহা ব্যবস্থাপক মো: সিরাজুল ইসলাম, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) সাংবাদিক সৈয়দ মহসিন পারভেজ, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু.ইমাদ উদ দীন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোসাদ্দেক হোসেন মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম প্রমুখ।
চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ ডা.শামসুন নাহার বেগম (হেনা), ডা. নাহিয়ান আহমদ চৌধুরী, ডা.দিপু দাশ, ডা. নাহিদ কামাল,ডা.আহমদ নাফিস, ডা.ইলহাম, ডাঃ কামাল প্রমুখ। মালিক পক্ষের উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে চিকিৎসা পরামর্শ দেওয়ার পর সে রোগ মুক্তির ঔষধ হাতে তুলে দেওয়ায় চা শ্রমিকরা খুশি। বাগান মালিক পক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চা শ্রমিক নেতৃবৃন্দ ও ওই মেডিক্যাল ক্যাম্পে আসা বিশিষ্ট ব্যাক্তিবর্গ। তাদের এমন উদ্যোগে তারা সকলেই আশান্বিত যে এভাবেই অনান্য বাগান মালিকরা তাদের নিজ চা বাগানের শ্রমিকদের চিকিৎসা সেবায় এগিয়ে আসবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com