হালের ট্রাক্টর পেলেন কুলাউড়ার সেই পবিত্র দাস
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় জীবন সংগ্রামে হার না মানা একজন পবিত্র দাসের গল্প’ শিরোনামে সপ্তাহে সচিত্র একটি প্রতিবেদন প্রকাশিত হয় অনলাইন মিডিয়াসহ বিভিন্ন পত্র-পত্রিকায়। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি চাউর হলে পবিত্র দাসের প্রতি নজর পড়ে মানুষের।
১৭ ডিসেম্বর শনিবার দেশের একটি শিল্পগোষ্ঠি পবিত্র দাসের হাতে একটি হালচাষের ট্রাক্টর তুলে দেয়। কোহিনুর ক্যামিকেল কোম্পানির (বিডি) লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট (ব্যান্ড) গোলাম কিবরিয়া সরকার বলেন, পবিত্র দাশ ও তার ভাতিজা শান্ত দাসের হাতে ট্রাক্টরটি প্রদান করে কোহিনুর ক্যামিকেল কোম্পানির (বিডি) লিমিটেড সামাজিক দায়াবদ্ধতা কার্যক্রম থেকে এ কাযক্রম করা হয়েছে। ট্রাক্টরটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন কোম্পানীর মৌলভীবাজারের আরএমও নুরুল আমিন খাঁন ও শ্রীমঙ্গলের ডিএসও আসাদ আলী।
এসময় উপস্থিত ছিলেন কারিতাস আলোঘর প্রকল্পের সিলেট আঞ্চলিক ব্যবস্থাপক পিউস নানোয়ার, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ডেইলী স্টারের মৌলভীবাজার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, আইপিডিএস এর এইচআরও জয়ন্ত লরেন্স রাকসাম, ইউপি সদস্য আব্দুল মালিক, শ্রমিক নেতা শামছুল ইসলাম শামীম প্রমুখ। নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে পবিত্র দাস বলেন, আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। এই গাড়ি দিয়ে এখন কৃষিকাজ করে নিজের ও সংসার স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবো।
মন্তব্য করুন