হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতি আব্দুল কাইয়ুম মাজু

মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে অবস্থিত হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কাদিপুর ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল খালিকের ছেলে, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল কাইয়ুম মাজুকে সভাপতি, মাদ্রাসা সুপারকে সদস্য সচিব, মো: ছয়ফুর রহমানকে সাধারণ শিক্ষক সদস্য ও আব্দুল মুমিনকে অভিভাবক সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে আব্দুল কাইয়ুম মাজু জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া পৌর শাখার যুগ্ম আহবায়ক ছিলেন।
মঙ্গলবার ২৪ মার্চ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) অধ্যাপক মো: আব্দুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নতুন এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়ে আব্দুল কাইয়ুম মাজু বলেন, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শক্রমে মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়নে নিজের সেরাটা নিংড়ে দিয়ে কাজ করে যাবো। এতে সকলের সহযোগিতা কামনা করছি।
মন্তব্য করুন