হিউম্যান এসোসিয়েশন অব নাজিরাবাদ ইউনিয়নের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে হিউম্যান এসোসিয়েশন অব নাজিরাবাদ ইউনিয়নের উদ্যোগে ৩য় বারের মতো ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘সার্চ দ্যা জিনিয়াস’ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ জুন সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আগনসি হাজ্বী মো. মুজেফর ইসলামি দাখিল মাদ্রাসায় সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নজমুল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আনোয়ার চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম রনির সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপ সহকারি মেডিকেল অফিসার ডা: সৈয়দ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (রসায়ন বিভাগ) রফি উদ্দিন, সংগঠনের দাতা সদস্য রহুল আমিন।
এছাড়াও হাজ্বী মো: মুজেফর ইসলামি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নাজমুল ইসলাম, বদরুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হিউম্যান এসোসিয়েশন অব নাজিরাবাদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজন আহমদ, মইনুল মিয়া, রাফি আহমেদ, ইউনুস আহমদ, রায়হান মিয়া, তনময় আহমদ, রাহি আহমদ, গাজি মিয়া প্রমুখ।
পরীক্ষা শেষে তাৎক্ষণিক ফলাফল যাচাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
হিউম্যান এসোসিয়েশন অব নাজিরাবাদের প্রতিষ্ঠাতা সভাপতি নজমুল খান জানান-শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে শিক্ষা উপকরণ বিতরণসহ মেধার বিকাশের লক্ষ্যে ২০২২ সাল থেকে ‘সার্চ দ্যা জিনিয়াস’ নামে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে আসছে। এছাড়াও করোনাকালীনসহ বিভিন্ন দুর্যোগে এ সংগঠনটি মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন