(ভিডিওসহ) হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ঐক্য পরিষদের আয়োজন প্রতিবাদে গণঅনশন ও বিক্ষোভ মিছিল পালিত
স্টাফ রিপোর্টার॥ “ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই-ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগানে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধো জিরো টলারেন্স ঘোষনার দ্রুত বাস্তবায়ন চাই সাম্প্রদায়িক মহলেরসর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগন ঐক্যবদ্ধ ভুমিকা চাই ও সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মৌলভীবাজার গণঅনশন ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গাৎসবে সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা, মন্দির, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এড. মাখন লাল দাশের সভাপতিত্বে ও বিকাশ ভৌমিকের পরিচালানে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ২৩ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ গণঅনশন কর্মসূচীর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ঐক্য পরিষদ আয়োজন করে।
প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আশু রঞ্জন দাশ, মৌলভীবাজার জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট পিযূষ কান্তি সেন,উত্তম দেবরায় স্বপন প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, বিভিন্ন মন্দির কমিটি ও সনাতনধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনশন শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভা শেষ হয় । পরে অনশন ভাঙ্গিয়েছেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
মন্তব্য করুন