হেলমেট ছাড়া মৌলভীবাজারে পেট্রোল মিলবেনা

June 25, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার ২৫ জুন দুপুরে মৌলভীবাজার শহরে হেলমেট ও কাগজ বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু এর উপস্থিততে ভ্রাম্যমাণ আদালতে মামলা দেওয়া হয়।  একইসাথে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বিভিন্ন পেট্রোল পাম্পকে নির্দেশ দেওয়া হয়, এবং নির্দেশ সংবলিত স্টিকার বিভিন্ন পেট্রোল পাম্পে লাগানো হয় পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিআরটিএ মৌলভীবাজার এর পরিচালক হাবিবুর রহমান বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন শুরু করা হয়েছে। হেলমেট ছাড়া জ্বালানি দেওয়া হবে না। পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এসময় বিআরটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্যাটবৃন্দ ও পুলিশ সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com