হোটেল শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার॥ ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের ১৬ বছরের কিশোর শ্রমিক রিয়াদের খুনী সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বিঃ ২০৩৭ এর ডাকে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর উদ্যোগে শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
৪ ডিসেম্বর রোববার পরে চৌমুহনা চত্ত্বরে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ। হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির আহবায়ক কবির মিয়া কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন এবং শেরপুর আঞ্চলিক কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক এমডি দুলাল আহমেদ।
সভায় বক্তারা বলেন বছর ২৭ অক্টোবর গভীর রাতে ঘরোয়া হোটেলের মালিক সোহেল তারই প্রতিষ্ঠানের কর্মরত কিশোর শ্রমিককে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সারাদেশের হোটলে শ্রমিকরা তাদের সহকর্মীর বিচারের দাবিতে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে জেলা প্রশাসক, শ্রম মন্ত্রী এমন কি প্রধানমন্ত্রী পর্যন্ত স্মারকলিপি প্রদান করেও কোন প্রতিকার পাননি। জুলাই মাসে পুলিশ ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলাম সোহেলসহ তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করলেও খুনীকে গ্রেফতারে কার্যকর তৎপরতা চালায়নি। উপরন্তু খুনী সোহেল নানা ভাবে মামলার বাদী রিয়াদের পরিবারকে হুমকি ও ভয়-ভীতি ও প্রলোভন দেখিয়ে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করছে। পথ সভায় বক্তারা অবিলম্বে খুনী সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মন্তব্য করুন