১২ দফা দাবীতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার॥ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা ১২ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। বৃহস্পতিবার ৫ম দিনে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গলস্থ সদর দপ্তরে কর্মবিরতিকালে বিক্ষোভে অংশ নেন তারা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, অভিন্ন সার্ভিস কোড, শুক্র-শনিবার ছুটি, শান্তি বিনোদনসহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভার টাইম, টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা, বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায় সংগত কর্মপরিবেশ তৈরির দাবি জানান।
বিক্ষোভকারীরা আরো জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এক হলেও বেতন-ভাতা, পদোন্নতি, ছুটিসহ সব সুযোগ-সুবিধা ভিন্ন। এছাড়া বিভিন্ন সময় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের স্থায়ী না করায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নির্ধারিত কর্মঘণ্টা নির্ধারণ’সহ তাদের দাবিদাওয়া না মেনে নিলে তারা আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হুশিয়ারি দেন।
কর্মবিরতি চলাকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মেহেদী হাসান তালুকদার, জুনিয়র ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, অপুকুমার নাথ, ওয়ালিউর রহমান, তপন কুমার দাস, বিদ্যুৎ রঞ্জন দাস, সুপারভাইজার সঞ্জয় কুমার নাগ, লাইনম্যান মহব্বত আলী, মিটার রিডার বিকাশ রঞ্জন দাস, মো: আবু রায়হান, মো. সোহাগ মিয়া, সমরাজ হোসেন, শর্মিলা চৌধুরী , এমি বক্তার, মোহন চন্দ্রসহ ৭টি জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন