শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা ও ২২ কেজি ওজনের অজগর উদ্ধার

September 12, 2024,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাত ৯টায় শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম নোয়াগাঁও এলাকার ইরেশ দেবনাথের বাড়ির সংলগ্ন ধান ক্ষেত থেকে অক্ষত অবস্থায় ১২ ফুট লম্বা এবং ২২ কেজি ওজনের একটি  অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনেরর পরিচালক স্বপন দেব সজল রাত ১০টায় জানান, পশ্চিম নোয়াগাঁও এলাকার ইরেশ দেবনাথের বাড়ির সংলগ্ন একটি ধান ক্ষেতে

বাড়ির লোকজন বিশাল আকৃতির একটা অজগর সাপ’কে দেখে আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল-কে খবর দিলে আমি সেই ধান ক্ষেত থেকে

বিরাট আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করি।

উদ্ধারকৃত সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১২ কেজি হতে পারে বলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান।

জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ করলে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো: শহিদুল ইসলাম  এর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com