১৫ কুলাউড়া উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও কুলাউড়া শিশু একাডেমীর সহযোগিতায় ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে ইউএনও তাহসিনা বেগম এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ উল ইসলাম এর পরিচালনায় জনমিলনকেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন,পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, প্রবীন রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা প্রকৌশলী আবুল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল¬ুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমও এমসিএইচ ডাঃ সুলতান আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, পৌর আওয়ামীলীগ সম্পাদক গৌরা দে, ইউপি চেয়ারম্যান এম এ আতিক ও জোনাব আলী, মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার ফাতির আলী, শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার,প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম ও আব্দুছ ছালাম, ফায়ার ব্রিগেডের টিম লিডার আলী হোসেন প্রমুখ। সভায় ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা আবৃতি, চিত্রাংকন, হামদ ও নাত প্রতিযোগীতার পুরস্কার এবং যুব উন্নয়নের দু’জনকে ৬০ হাজার টাকা করে ১লাখ ২০ হাজার টাকার যুবঋন বিতরন করেন এমপি আব্দুল মতিন। সভার পুর্বে এক শোকর্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পন করা হয়।
মন্তব্য করুন