১৮ হাজার শিক্ষার্থীর দাবি ছাত্র সংসদ নির্বাচন

January 28, 2019,

আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মৌলভীবাজার সরকারি কলেজের ১৮হাজার শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সোমবার ২৮ জানুয়ারী দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের প্রশাসনিক ভবণের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ (অপু)। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী আব্দুস সালাম, সানজিদা শারমিন, রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, বিএনসিসি ক্যাডেট আমেনা বেগম, স্মাতক পাসের শিক্ষার্থী ফারজানা আক্তার হিমু ও তাজুল ইসলাম সাব্বির সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হবে আগামী ১১মার্চ, সেই ধারাবাহিকতায় মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান কলেজ কর্তৃপক্ষের কাছে।

বক্তারা আরোও বলেন, অবিলম্বে যদি মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন না দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা নির্বাচনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবে। এবং আন্দোলনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের দাবি আদায় করা হবে।

এসময় বক্তারা আরোও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের দাবি কলেজের ১৮হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক দাবি। ছাত্র সংসদ নির্বাচন দিয়ে কলেজে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com