২০১৯ সালের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না : আর এ নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

October 5, 2016,

স্টাফ রিপোর্টার॥ স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া বুঝেছেন নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোন উপায় নেই। তাই তিনি মধ্যবর্তী নির্বাচনের জন্য এখন তাগিদ দিচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন অবস্থাতেই ২০১৯ সালের একদিন আগেও হবে না। আর এ নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে, কেয়ারটেকার সরকারের অধীনে নয়। ২০১৯ সালের সে নির্বাচনে মন্ত্রী বেগম জিয়াকে এগিয়ে আসার আহ্বান জানান।

dsc01214তিনি বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ সময় মন্ত্রী চা-বাগান ও হাওড় অধ্যুষিত পর্যটন জেলা মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজ রুপান্তর করার জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের সভাপতি সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ,

dsc01252মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, মোহিবুর রহমান মানিক এমপি, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা এম এ রহিম শহীদ সি আই পি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, মোশারফ পাটোয়ারী অনিক প্রমুখ।

dsc01242অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এরআগে মন্ত্রী সৈয়দ মহসিন আলীর কবর ও হযরত সৈয়দ শাহ মোস্তফা রঃ এর মাজার জিয়ারত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com