২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে-হুইপ শাহাব উদ্দিন
আবদুর রব॥ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমানে দেশে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। ২০১৮ সালের মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একটি ঘরও বিদ্যুৎহীন থাকবে না। তিনি ১৫ মার্চ বুধবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ (দ.) ইউপির দোহালিয়া গ্রামে ২০০ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে গ্রামবাসী আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড আ’লীগের সভাপতি আসাব আলীর সভাপতিত্বে দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউনিয়ন যুবলীগ নেতা সাংবাদিক এম সামছুল হক ও সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, দক্ষিণভাগ দ. ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, হাতলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র পাল, গজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলী, উপজেলা আ’লীগ নেতা সিরাজ উদ্দিন, প্রাক্তন ফুটবলার আমির উদ্দিন, আব্দুল হামিদ, আব্দুস সালাম সোনামনি, যুবলীগ নেতা আল আমিন আলাল, মাওলানা খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম, মামুনুর রশীদ প্রমূখ।
মন্তব্য করুন