২০২২ সালের বন্যার ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবার বন্যা-বিভাগীয় কমিশনার
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর ও অন্যান্য উপজেলায় বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী।
এসময় সিলেট বিভাগীয় কমিশনার বলেন, ২০২২ সালের ভয়াভহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবার বন্যায় আক্রান্ত সিলেট বিভাগের ৫৫ লাখ মানুষ। পরিদর্শনকালে তিনি বিভিন্ন এলাকার বন্যার্ত ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন।
শনিবার ২২ জুন দিনব্যপী ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড, উর্মি কিনতে সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা আজাদুর রহমান, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন সহ অন্যন্যরা ।
মন্তব্য করুন