(ভিডিও সহ) ২১শে আগষ্ট গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে মখলিছুর রহমান ডিগ্রি কলেজে প্রতিবাদ সমাবেশ

August 21, 2017,

স্টাফ রিপোর্টার॥ আজ ইতিহাসের নৃশংস কালো অধ্যায়ের আরেকটি দিন ২১শে আগষ্ট। ইতিহাসের এই দিনে তৎকালিন বিএনপি-জামাত জোট সরকারের রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় সাবেক বিরোধীদলীয় নেত্রী, আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণে হত্যার উদেশ্যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের জনসভায় চালানো গ্রেনেড হামলায় মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি আইভি রহমান সহ ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন আরো অনেকে, তবে প্রাণে বেঁেচ যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যেগে দেশব্যাপী নানান কর্মসূচী পালনের মাধ্যমে স্বরণ করা হচ্ছে।
এদিকে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপিট আলহাজ্ব মখলিছুর রহমান ডিগ্রি কলেজের উদ্যেগে কলেজ ক্যাম্পাসের সামনে কয়েকশ শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ ও র‌্যালী করেছে।


২১ আগষ্ট সোমবার সকাল দশটার দিকে এ সমাবেশ শুরু হয়ে ঘন্টাব্যাপী চলে।
কলেজের আজীবন দাতা সদস্য, সমাজসেবক মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি,জেলা আওয়ামীলীগের সদস্য ও কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক বৃটিশ কাউন্সিলার এম,এ রহীম (সিআইপি) । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বানিজ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অর্ধেন্দু দে প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম,এ রহীম বলেন, মূলত ২১শে আগষ্ঠ বিএনপি-জামাত জোট সরকারের রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় হাওয়া ভবনের মাধ্যমে আওয়ামলীগকে নেতৃত্বশুন্য করার লক্ষে এই বর্বরোচিত হামলা চালানো হয়। এই হামলায় তারেক রহমান,হারিস চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জরিত উল্লেখ করে তিনি বলেন আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি তারেক রহমান সহ পলাতক সকল আসামীদের রেড এলার্টের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁশিতে ঝোলানোর ব্যবস্থা করার জন্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com