২৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাবাবিক
স্টাফ রিপোর্টার॥ টানা ২৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাবাবিক হয়েছে।
৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ব্রিজের মেরামত কাজ শেষে চট্রগ্রাম থেকে আসা কুশিয়ারা একপ্রেস ট্রেন ব্রিজ পাড়ি দেয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন ও সাতগাঁও ষ্টেশনের মধ্যবর্তী ভোজপুর এলাকায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে রেলওয়ে ব্রীজের একটি গর্ডার ধ্বসে বুধবার আড়াইটা থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
বৃহস্পতিবার দূপুরে বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রাম পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন জাহাঙ্গীর আলম জানান ভারী বর্ষনের ফলে শ্রীমঙ্গলের ভোজপুর এলাকায় রেলওয়ের ১৪১ নং ব্রীজটির মুল গাডারের নিচের মাটি সরে দেবে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়। রেলওয়ে লাইনম্যানের মাধ্যমে তারা খবর পেয়ে বুধবার আড়াইটা থেকে এই ব্রীজের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখেন।
মন্তব্য করুন