২৬ অক্টোবর সৈয়দ আব্দুল মুক্তাদির এর ৪র্থ মৃত্যুবার্ষিকী
৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ২৬ অক্টোবর রোজ শনিবার মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির এর ৪র্থ মৃত্যুবার্ষিকী। মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক আমলা, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পরিচালক-অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, শিল্প ব্যাংক), কোষাধ্যক্ষ ই.এন.টি হসপিটাল, আগারগাঁও, ঢাকা, পরিচালক প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি:, পরিচালক ইউনাইটেড এয়ারওয়েজ লি:, শিক্ষক, মৌলভীবাজার সরকারি কলেজ, সাবেক সভাপতি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, প্রধান উপদেষ্টা ওসমানী স্মৃতি পরিষদ, প্রতিভা বিকাশ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি, সিলেট বিভাগ উন্নয়নের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য ও গঈঈ, ঋচগউ, ইঅঠঝ, চড়ঢ়ঁষধঃরড়হ ঈড়ঁহপরষ, এ সকল এনজিওতে সিনিয়র এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরহুম ক্সসয়দ আব্দুল মুক্তাদির ও উনার মরহুমা স্ত্রী’র উদ্দেশ্যে উনার নিজ গ্রাম-বড়ইউরি (সৈয়দ বাড়ী/বড় বাড়ী) ইউনিয়ন- নাজিরাবাদ, জেলা ও থানা- মৌলভীবাজার-এ একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির ও উনার স্ত্রী (মরহুমা ক্সসয়দা শওকত আরা বেগম, সাবেক উপাধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ ও সাবেক সহযোগী অধ্যাপিকা বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা।)- এর রুহের মাগফিরাতের জন্য উনার সন্তানেরা দোয়া চেয়েছেন। উনার সকল আতœীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের দোয়া মাহফিলে ২৬ অক্টোবর রোজ শনিবার তাঁর গ্রামের নিজ বাড়ির মরহুম ক্সসয়দ আব্দুল হাফেজিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে।
সৌজন্যে-
সৈয়দ তানজিল মুক্তাদির (রাফি)
সৈয়দ তানভীর মুক্তাদির (নাফি)
মোবাইল ঃ ০১৭২৮-১৬৯০৪৭
মন্তব্য করুন