সাংবাদিকদের সাথে রাজনগরের নবাগত ইউএনও’র মতবিনিময়

December 30, 2024,

রাজনগর প্রতিনিধি: রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।

সোমবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি শংকর দুলাল দেব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য কামরুল আহমদ, কামরান আহমদ, গৌছুজ্জামান ও জুয়েল আহমদ সহ উপজেলার কর্মকতা-কর্মচারীবৃন্দ।

এর আগে আফরোজা হাবিব শাপলা পশুরাম উপজেলায় কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে রাজনগর আসেন তিনি।

এ সময় নবাগত ইউএনও আফরোজা হাবিব শাপলা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের লেখনির মাধ্যমে সমাজের, দেশের উপকার হয়। আমি রাজনগরে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com