(ভিডিওসহ) ৩ দফা দাবীতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের প্রেসক্লাব সন্মুখে ৩ দফা দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ করেছে সাধারন ছাত্র-ছাত্রীরা।
২৮ ফেব্রুয়ারী রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করে সাধারন ছাত্র-ছাত্রীর ব্যানারে মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষার্থীরা। তাদের দাবিগুলো হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্থগিতকৃত সকল পরীক্ষা দ্রুত নেয়া, শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ ও হল ভাড়া ও মেস ভাড়া মওকুফ করে দেয়া। মানব বন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী ফয়েজ আহমদ, রেহনুমা রুবাইয়াত, মেহেদী হাসান কামিল, তানজিয়া শিশির, মহিউদ্দিন আহমেদ শরীফসহ অন্যরা। বক্তারা বলেন আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবীগুলো মেনে নেয়া না হলে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন। তারা বলেন, দেশে সবমিলিয়ে শিক্ষার্থী পৌনে ৬ কোটি তার মধ্যে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অর্ধেকের বেশী শিক্ষার্থী রয়েছেন। কিছুদিন আগেও পরীক্ষা অনুষ্ঠিত কবার কথা থাকলেও তা বন্ধ করে দেয়া হয়, ডারজন্য শিক্ষার্থীরা মারাত্মক সেশন জটের সন্মুখীন হচ্ছে। তারা বলেন, বাংলাদেশে এক পরিসংখ্যানে দেখা গেছে করোনার আগে ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুনদের ১০০ জনের মধ্যে ১২ জন বেকার, এখন এর অবস্থা দ্বিগুনেরও বেশী হবে বলে জানান। পরে তারা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।
মন্তব্য করুন