৩ সেপ্টেম্বর থেকে সরকারী স্কুল মাঠে শুরু হচ্ছে মেয়র কাপ ফুটবল টুনার্মেন্ট
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারী স্কুল মাঠে প্রথম বারের মতো শুরু হচ্ছে মেয়র কাপ ফুটবল টুনার্মেন্ট ২০১৬। নক-আউট পদ্ধতিতে পৌরসভার ৯টি ওযার্ডের ৯টি টিম অংশ গ্রহন করবে।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সভাকক্ষ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন মেয়র কাপ ফুটবল টুনার্মেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মনবীর রায় মঞ্জু, সদস্য সচিব নাহিদ হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি রাধাপদ দেব সজল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, নাফকো গ্রপের প্রতিনিধি সামছুদ্দিন খান মাসুদ, সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারগণ।
মেয়র ফজলুর রহমান আরো জানান, তার নির্বাচনী ওয়াদা ছিল মেয়র নির্বাচিত হলে সুষ্ঠ পরিবেশ ও সুন্দর সমাজ বিনির্মানের জন্য তিনি খেলাধুলার সংস্কৃতি ফিরিয়ে আনবেন। তাই যতদিন তিনি মেয়র হিসাবে থাকবেন ততদিন ফুটবল টুনামেন্টেসহ সব ধরণেন খেলাধুলা চলবে। তবে পৌরসভার অর্থে নয়,
বিভিন্ন কোম্পানী প্রতিষ্ঠান ও ব্যাক্তি সাহায্যে এবং প্রয়োজনে তার নিজ উদ্যোগে। তিনি আরো জানান বর্তমানে পৌরসভা ফান্ড শূন্য, দেউলিয়া এবং ১০ কোটির টাকার উপরে দেনা। দূপুরে ময়র কাপ ফুটবল টুনার্মেন্টকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য এক র্যালী বের হয়।
উদ্বোধনী খেলা শনিবার বিকাল ৩ টায় মনু গ্রুপ ৭নং ওয়ার্ড বনাম ৬নং ওয়ার্ড দিয়ে শুরু হবে।
মৌলভীবাজার পৌরসভার আয়োজনে টুর্নামেন্টে তিন লক্ষ টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করছে নাফকো গ্রুপ। এছাড়াও টুনামেন্টে শহরের সুনামধন্য প্রতিষ্ঠান বিলাশ ডিপামেন্টাল ষ্টোরসহ বিভিন্ন ব্যক্তি অনুদান প্রদান করেছেন।
খেলা প্রতিদিন বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে, ১ম পর্র্বের খেলা ৩ সেপ্টেম্বর শনিবার ৭নং ওয়ার্ড বনাম ৬ নং ওয়ার্ড (মনু গ্রুপ), ৪ সেপ্টেম্বর ৩ নং ওয়ার্ড বনাম ৫ নং ওয়ার্ড (কুশিয়ারা ), ৫ সেপ্টেম্বর ৮ ওয়ার্ড বনাম ৯ নং ওয়ার্ড (ধলাই), ৬ সেপ্টেম্বর ২ নং ওয়ার্ড বনাম ৪ নং ওয়ার্ড (ফানাই)
২ম পর্বের খেলা ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১ নং ওয়ার্ড (ধলাই) বনাম শাপলার মধ্যে অনুষ্ঠিত হবে।
সেমি ফাইনাল ১৬ সেপ্টেম্বর কুশিয়ারা বনাম শাপলা (গোলাপ গ্রুপ)। ১৭ সেপ্টেম্বর ফানাই বনাম মনু (কদম গ্রুপ) মধ্যে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা গোলাপ বনাম কদম গ্রুপের মধ্যে অনুষ্ঠিত হবে। তারিখ পরবর্তীতে জানানো হবে।
মন্তব্য করুন