৪৬ বিজিবির উদ্যোগে শ্রীমঙ্গলে দেড় কোটি টাকার মুল্যের মাদকদ্রব্য ধ্বংস

December 22, 2021,

বিকুল চক্রবর্তী॥ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের উদ্যোগে আটককৃত প্রায় দেড় কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

২২ ডিসেম্বর বুধবার দুপুরে শ্রীমঙ্গলস্থ ব্যাটালিয়ন সদরে এই মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ান (৪৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ মিজানুর রহমান সিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি নেছার উদ্দিন, বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ অপারেশন নয়ন কারকুন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রর্বর্তীসহ কাস্টম, পুলিশ, গণমাধ্যমকর্মী ও বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের অধিনায়ক জানান, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ান কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭০ লক্ষ ৪০ হাজার পিস নাসির পাতার বিড়ি ও ৫ হাজার ৮শত পিস সিগারেট জব্দ করা হয়। যা কাস্টম, নির্বাহী ম্যাজিস্টেট, পুলিশি ও গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে ধ্বংস করা হয়। যার বাজার মুল্য ছিল ১ কোটি ৪১ লক্ষ ৭৯ হাজার ৭শ টাকা।

তিনি জানান, চোরাচাল বিরোধী অভিযান অভ্যাহত রয়েছে।যারাই এই কাজে আসবে তাদেরই আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com