৪ কোটি টাকা ব্যয়ে কামারচাকে ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ইসলামপুর ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির বাস্তবায়নে এতে ব্যয় হবে ৪ কোটি ৪ লাখ টাকা।
বুধবার ২৭ অক্টোবর দুপুরে এ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে রাজনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, এলজিইডি মৌলভীবাজারের নির্বাহি প্রকৌশলী আজমত আলী, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, রাজনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন বখত, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিমসহ এলজিইডি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্রিজটি নির্মাণ হলে ইসলামপুর গ্রামের সাথে রাজনগর উপজেলাসহ জেলা সদরের সঙ্গে উন্নত ও সহজতর যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। তাছাড়া স্থানীয় ইসলামপুর বাজারে আশেপাশে গ্রামের মানুষ সহজে পরিবহন নিয়ে যেতে পারবেন। কামারচাকে ৪ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণকাজ শুরু।
মন্তব্য করুন