(ভিডিওসহ) ৫ম ধাপে ইউপি নির্বাচন: কমলগঞ্জে পুলিশের ফাঁকা গুলি, লাঠিচার্জ ॥ আহত-৫;

January 6, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ  ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন কমলগঞ্জে ৯টি ইউনিয়নের ৫ জানুয়ারী  বুধবার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট গণনার সময়ে দু’টি কেন্দ্রে পুলিশের ফাঁকা গুলি ও লাঠিচার্জে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাধারণ ওয়ার্ড সদস্য পদে একজন প্রার্থীর ব্যালেটে মোরগ প্রতীকে সিল দেয়া প্রায় শতাধিক ব্যালেট কেন্দ্রের টয়লেট ও বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এনিয়ে কারচুপির অভিযোগ তুলে পুণ:গননা বা পুণ:নির্বাচনের দাবিতে ইউপি সদস্যের সমর্থককেরা  ৬ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক অবরোধ ও প্রতিবাদ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গননার সময় নৌকা, মোটরসাইকেল ও আনারস মার্কার সমর্থকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময়ে পুলিশের গুলিতে নৌকা প্রতীকের সমর্থক আইয়ুব আলী (৭০), ময়না মিয়া (৪৫) ও অজ্ঞাতনামা একব্যক্তি গুলিবিদ্ধ হন। বুধবার সন্ধ্যার পর কমলগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামিরকোনা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গণনার সময়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের লাঠিচার্জে নাজিম মিয়া (১৯) ও রুবেল মিয়া (২২) আহত হন। রাতে ওই কেন্দ্রের টয়লেট ও আশপাশ এলাকা থেকে মোরগ প্রতীকে সিল দেয়া প্রায় শতাধিক ছেড়া ব্যালেট পেপার উদ্ধার করেন স্থানীয়রা। এঘটনায় ক্ষুব্ধ জনতা পুণরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সদর ইউনিয়নের নগর এলাকায় প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করেন। দীর্ঘ প্রায় দুই ঘন্টা কমলগঞ্জ-আদমপুর সড়ক অবরোধ হলে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ওই ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য শিবির আহমদ, রুপেন্দ্র কুমার সিংহ ও আব্দুর রউফ সংবাদ সম্মেলনে বলেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দিপক চন্দ্র মণ্ডল এর পক্ষপাতিত্বের মধ্যদিয়ে কারচুপি করতে গিয়ে মোরগ প্রতীকে সিল দেয়া ব্যালেট পেপার বাইরে ফেলে ফলাফলে ২য় স্থানে থাকা ব্যক্তিকে বিজয়ী ঘোষণা করেছেন।

এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় পতনঊষার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় ইউপি সদস্য প্রার্থী আশিক আলী (টিবওয়েল) ও আং করিম (মোরগ) এর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তবে অভিযোগ বিষয়ে অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তা দিপক চন্দ্র মণ্ডল বলেন, সিল দেয়া ব্যালেটের বিষয়টি নিজে কিছুই জানেন না। কেন্দ্রে কোন কারচুপি হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী ও এসিল্যাণ্ড নিজেও সেখানে ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com