৬ মাসের মধ্যে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক ৬ লেনের হবে, নৌকার প্রার্থী জিল্লুর রহমান

December 26, 2023,

মোঃ আব্দুল কাইয়ুম॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, কথা দিলাম, সংসদ সদস্য হওয়ার ৬ মাসের মধ্যে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কটি ৬ লেন করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, মৌলভীবাজার-রাজনগর নির্বাচনী এলাকাকে স্মার্ট হিসেবে গড়ে তোলার জন্য।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই নির্বাচনী জনসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও জগন্নাথপুরসহ আশপাশের গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
১১নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ এর সভাপতিত্বে নির্বাচনী ওই জনসভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসুদ আহমেদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নাজমুল হক।
সভায় জেলায় চমক সৃষ্টি করা নৌকার এই প্রার্থী নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, মোস্তফাপুর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়ানো ও আরও কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় করা হবে। এছাড়াও শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর মাজ সিএনজি ফিলিং স্টেশন থেকে আজমেরু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।
এদিকে নির্বাচন যতই ঘণিয়ে আসছে ততই বিরামহীন প্রচারণায় নিজেকে ব্যস্ত রাখছেন মৌলভীবাজার-৩ আসনের নৌকার এই প্রার্থী। দিচ্ছেন মেডিকেল কলেজ নির্মাণসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি। তবে নৌকার প্রার্থী সরগরম নির্বাচনী প্রচার-প্রচারণা বিরামহীন চালিয়ে যাচ্ছেন। এ আসনে জাতীয় পাটি প্রার্থী ও জাসদের কিছুটা প্রচার প্রচারণা দেখা গেলেও অন্য প্রার্থীদের প্রচারণা পরিলক্ষিত হচ্ছেনা।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com