৭১০ টি কিরাত প্রশিক্ষণ কেন্দ্রে আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ সম্পন্ন

May 25, 2017,

এহসান বিন মুজাহির॥ কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজানে সারাদেশে বিশুদ্ধ তিলাওয়াতে কুরআনের প্রশিক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে আসন্ন রমজানে ৭১০ টি দারুল কিরাআত প্রশিক্ষণ কেন্দ্রে সহস্রাধিক বিজ্ঞ কারী নিয়োগ সম্পন্ন করেছে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ।
বৃহস্পতিবার ২৫ মে বিকালে কিরাত প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণাস্থ আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ কার্যক্রম সমাপ্তি হয়।
যোগ্য,  দক্ষ ও বিজ্ঞ শিক্ষক শিক্ষিকা তৈরীর লক্ষ্যে ২১, ২২ ও ২৩ মে,  রবি, সোম ও মঙ্গলবার ৩ দিনব্যাপী শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে
আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ।
৩ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের উদ্বাধনী অধিবেশনে ৭১০ টি কেরাত সেন্টারের সহস্রাধিক ক্বারী, ক্বারীয়া, মাদরাসার নাযিম, মোহতামিম, মুফতী, মুহাদ্দিস ও শিক্ষক সাহেবানদের উদ্দেশ্যে  গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের প্রধান উপদেষ্টা, বরুণার পীর শায়খুল হাদীস আল¬ামা শায়খ খলীলুর রহমান হামিদী।।
২ য় অধিবেশনে বক্তব্য রাখেন ওলী ইবনে ওলী, বোর্ডের উপদেষ্টা শায়খুল হাদীস আল¬ামা মুফতী রশিদুর রহমান ফারুক বর্ণভী।
সমাপনী দিনের ৩ য় অধিবেশনে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন আল খলীল বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি, বরুণা মাদরাসার মুহতামিম, আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বারী শেখ বদরুল আলম হামিদী।
আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ক্বারী হিলাল আহমদের (সিলেটি পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায়  বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশ সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা শায়খ সৈয়দ মুজাদ্দিদ আলী, মাওলানা আব্দুস সালাম চৌধুরী, মাওলানা ক্বারী আবুল বাশার সরইবাড়ী, মাওলানা ক্বারী আব্দুন নুর আনওয়ারী, মাওলানা ক্বারী নাজমুদ্দিন আকিব, বরুনা মাদরাসার শিক্ষাসচিব, বোর্ডের সহসভাপতি মাওলানা রশিদ হামিদী, মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা ক্বারী আব্দুল গফুর কবীর প্রমুখ।
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ অনুষ্ঠানে,ঢাকা,  চট্রগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের মোট ৭১০ কেন্দ্রের প্রধধানসহ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com