(ভিডিওসহ) ৭ শতাংশ ভুমির মালিকগন ঈদগাহে ভূমি দিয়েছেন : প্রয়োজন ২ কোটি টাকা : ঈদুল ফেতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে
স্টাফ রিপোটার॥ মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ্্ মোস্তফা (রা:) পৌর ঈদগাহের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও পবিত্র ঈদুল ফেতরের সময় সূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঈদুল ফেতরের ১ম জামাত সকাল সাড়ে ৬টায়, ২য় জামাত সকাল সাড়ে ৭টায় ও ৩য় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। অপরদিকে ৭ শতাংশ ভুমির মালিকগন ঈদগাহের কাছে জমি বিক্রির সম্মতি দিয়েছেন।
১১মে শনিবার পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা পৌর মেয়র মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, সৈয়দ জয়নাল আবেদীন এ্যাডভোকেট, ডাঃ ছাদিক আহমদ, হাজী জয়নাল হোসেন, পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, ফয়ছল আহমদ, আনিছুজ্জামান বায়েছ, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ হেদায়েদ উল্লাহ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মোঃ ইমদাদুল হক মছনু, মোঃ আক্তারুজ্জামান, অধ্যাপক মোঃ সেলিম, সাংবাদিক এস এম উমেদ আলী, সৈয়দ রেজাউর রহমান (সুমন), সৈয়দ মুজাম্মিল আলী শরীফ, সৈয়দ নওশের আলী খোকন, মোয়াজ্জেম হোসেন মাতুক, এম. এমদাদুল হক মিন্টু, সৈয়দ মেহবুব মোর্শেদ, জাহেদ আহমেদ চৌধুরী, জোবায়ের আহমদ, এ কে এম নুরুজ্জামান, মোঃ মুহিবুর রহমান, হাজী আতাউর রহমান, মুহিবুর রহমান মুহিব, মোঃ আন্তর রহিম, শাহ্ মোঃ মহিবুর রহমান জালালী, আমিনুর রশিদ, মোঃ আব্দুর রকিব, মোঃ ইউসুফ আলী, সৈয়দ আব্দুর রউফ মানিক, মোশতাক আহমদ মম, হাসিব হোসেন খান বাবু, মোঃ মুহিবুর রহমান, রিপন আহমেদ, সৈয়দ শাহেদ আহমদ, মুজিবুর রহমান, মসফিকুল হক তরফদার, হারুন অর রশিদ, শেখ মোঃ ইলিয়াস, আবিদুর রহমান, জালাল উদ্দিন চৌধুরী, মোঃ আং শরীফ, নজরুল ইসলাম (মনা), চৌধুরী মোহাম্মদ মেরাজ, মোজাম্মেল হক রাব্বি, সৈয়দ জহির জামান, সুন্দর মিয়া, মোঃ বদরুল ইসলাম আখন্দ, মোঃ শাহ্ জাহান মিয়া, মোঃ ওয়ারিছ মাহমুদ আপ্তাব, মোঃ আহসান হাবীব বকশ, মোঃ নজরুল ইসলাম (সিহাব), এ ডে এম, নুরুজ্জামান, জালাল উদ্দিন চৌধুরী, রুমেল আহমদ প্রমুখ।
সভায় ঈদগাহের উত্তর-পশ্চিম কোনে অবস্থিত প্রায় ৭ শতাংশ ভুমির মালিক শেখ মোঃ ইলিয়াস, নজরুল ইসলাম (মনা), সৈয়দ মেহবুব মোর্শেদ সহ ভুমির অন্যান্য অংশিদার ন্যায্যমূল্যে ঈদগাহের কাছে জমি বিক্রির সম্মতি দেন। জমি ক্রয় ও ঈদগাহের উন্নয়ন বাবৎ প্রায় ২ কোটি টাকা প্রয়োজন। তাই এ বিষয়ে পৌর মেয়র স্থানীয় বিত্তশালী ও প্রবাসী সহ সকলের সহযোগীতা চান। সভায় উপস্থিতদের মধ্যে ৫লক্ষ টাকার চেক সহ প্রায় ৭লক্ষ টাকার প্রতিশ্রুতি পান।
সভায় সিন্ধান্ত গৃহিত হয় মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফেতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়, ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় ও ৩য় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
১ম জামাতে ইমামতি করবেন শহরের চৌমুনাস্থ দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আবুল মুহিত। ২য় জামাতে ইমামতি করবেন ধরকাপন জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আছাদ আহমদ চৌধুরী। ৩য় ও শেষ জামাতে ইমামতি করবেন সিলেট সড়কস্থ বায়তুল মুনাওয়ার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের।
মন্তব্য করুন