১৫ এমভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুত উপকেন্দ্রের উন্নীতকরণের আনুষ্ঠানিক উদ্বোধনী করলেন চিফ হুইপ

July 27, 2013,

বিদ্যুতের চাহিদা নিশ্চিত করতে ও নতুন গ্রাহকদের বিদ্যুত সংযোগ প্রদানের লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত পল্লী বিদ্যুত সমিতির নিজস্ব অর্থায়ানে আরও ১৫ মেগাওয়াট বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ২৭ জুলাই শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ পল্লী বিদ্যুত সমিতির সদর দপ্তরে এ উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক খান, ডিজিএম প্রকৌশলী হাসানাত হাসান, টেকনিক্যাল ডিজিএম প্রকৌশলী মাইন উদ্দিন, পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি ছাদিক আহমদ প্রমূখ। এই উপকেন্দ্রের মাধ্যমে শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আরও প্রায় ১০ হাজার নতুন গ্রাহককে বিদ্যুত সংযোগ প্রদান করা সম্ভব হবে। উপকেন্দ্রটি নির্মান করতে প্রায় ১ কোট টাকা ব্যায় হয়েছে।
বিদ্যুতের চাহিদা নিশ্চিত করতে ও নতুন গ্রাহকদের বিদ্যুত সংযোগ প্রদানের লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত পল্লী বিদ্যুত সমিতির নিজস্ব অর্থায়ানে আরও ১৫ মেগাওয়াট বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ২৭ জুলাই শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ পল্লী বিদ্যুত সমিতির সদর দপ্তরে এ উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক খান, ডিজিএম প্রকৌশলী হাসানাত হাসান, টেকনিক্যাল ডিজিএম প্রকৌশলী মাইন উদ্দিন, পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি ছাদিক আহমদ প্রমূখ। এই উপকেন্দ্রের মাধ্যমে শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আরও প্রায় ১০ হাজার নতুন গ্রাহককে বিদ্যুত সংযোগ প্রদান করা সম্ভব হবে। উপকেন্দ্রটি নির্মান করতে প্রায় ১ কোট টাকা ব্যায় হয়েছে। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com