কমলগঞ্জে ইসিডি সেন্টারের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

July 29, 2013,

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান প্রাইমারী স্কুল প্রাঙ্গনে ‘প্রচেষ্টা’ কর্তৃক বাস্তবায়িত ‘প্রাক-শৈশব উন্নয়ন সহায়ক কর্মসূচী’ এর আওতায় বিভিন্ন চা বাগানের ১৭টি ইসিডি সেন্টারের ৩৪০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই রোববার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়। শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি রামস্বামী রাজভর এর সভাপতিত্বে ও প্রচেষ্টা’র টিম অর্গানাইজার বিজয় কুমার কৈরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক আলী নকী খান, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সিতারাম বীন, মহিলা সদস্যা মেরী রায়, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচেষ্টা’র পোগ্রাম কো-অর্ডিনেটর মো. মোনায়েম খান। দাতা সংস্থা আগা খান ফাউন্ডেশন ও এফআইভিডিবি’র আর্থিক সহায়তায় ও প্রচেষ্টার বাস্তবায়নে আলীনগর, শমশেরনগর, কানিহাটি, দেওছড়া ও বাঘাছড়া চা বাগানের ১৭টি ইসিডি সেন্টারের ৩৪০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। নোট: ছবি সংযুক্ত।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান প্রাইমারী স্কুল প্রাঙ্গনে ‘প্রচেষ্টা’ কর্তৃক বাস্তবায়িত ‘প্রাক-শৈশব উন্নয়ন সহায়ক কর্মসূচী’ এর আওতায় বিভিন্ন চা বাগানের ১৭টি ইসিডি সেন্টারের ৩৪০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই রোববার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়। শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি রামস্বামী রাজভর এর সভাপতিত্বে ও প্রচেষ্টা’র টিম অর্গানাইজার বিজয় কুমার কৈরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক আলী নকী খান, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সিতারাম বীন, মহিলা সদস্যা মেরী রায়, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচেষ্টা’র পোগ্রাম কো-অর্ডিনেটর মো. মোনায়েম খান। দাতা সংস্থা আগা খান ফাউন্ডেশন ও এফআইভিডিবি’র আর্থিক সহায়তায় ও প্রচেষ্টার বাস্তবায়নে আলীনগর, শমশেরনগর, কানিহাটি, দেওছড়া ও বাঘাছড়া চা বাগানের ১৭টি ইসিডি সেন্টারের ৩৪০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। নোট: ছবি সংযুক্ত। কমলগঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com