মহাজোট সরকার ভিত্তিপ্রস্তরে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী—-চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, শেখ হাসিনার নের্তৃত্বাধীন বর্তমান সরকার শুধু ভিত্তিপ্রস্থর স্থাপনে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। বর্তমান সরকারের সময়ে মন্ত্রীসভার ৯৮ ভাগ সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। সর্বক্ষেত্রে অগ্রগতি হওয়ায় দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগের উপর জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। এই সরকার সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে ভিশন ২০২১ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। চিফ হুইপ ২৮ জুলাই রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে ৩ কোটি ৬৯ লক্ষ ৬৩ হাজার ৬৯০ টাকা ব্যয়ে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এ, কে, এস মাহবুবুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন কুটি, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আনোয়ার হোসেন প্রমুখ। মৌলভীবাজার জেলা পরিষদের কর্তৃক নির্মিতব্য কমলগঞ্জ উপজেলায় অত্যাধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাউন্ড সিষ্টেম, ষ্টেইজ লাইট ও আসন ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তারা কমলগঞ্জে নির্মিতব্য ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামটি চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপির নামে নামকরণ করার জন্য জেলা পরিষদের নিকট জোর দাবী জানান।
জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, শেখ হাসিনার নের্তৃত্বাধীন বর্তমান সরকার শুধু ভিত্তিপ্রস্থর স্থাপনে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। বর্তমান সরকারের সময়ে মন্ত্রীসভার ৯৮ ভাগ সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। সর্বক্ষেত্রে অগ্রগতি হওয়ায় দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগের উপর জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। এই সরকার সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে ভিশন ২০২১ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। চিফ হুইপ ২৮ জুলাই রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে ৩ কোটি ৬৯ লক্ষ ৬৩ হাজার ৬৯০ টাকা ব্যয়ে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এ, কে, এস মাহবুবুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন কুটি, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আনোয়ার হোসেন প্রমুখ। মৌলভীবাজার জেলা পরিষদের কর্তৃক নির্মিতব্য কমলগঞ্জ উপজেলায় অত্যাধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাউন্ড সিষ্টেম, ষ্টেইজ লাইট ও আসন ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তারা কমলগঞ্জে নির্মিতব্য ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামটি চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপির নামে নামকরণ করার জন্য জেলা পরিষদের নিকট জোর দাবী জানান। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন