ঈদের আগে ট্রেনের সিডিউল বিপর্যয়
পবিত্র ঈদুল ফিতর পালনের জন্য বাংলাদেশ রেলওযে ট্রেনের অগ্রীম টিকেট বিক্রির শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। ৩০ জুলাই মঙ্গলবার কাকাডাকা ভোর বেলা থেকেই শ্রীমঙ্গল ও কুলাউড়া রেল স্টেশনে যাত্রীদের ভীর জমে অগ্রীম টিকেট কাটার জন্য। সকাল ৯ টা থেকে যথারীতি টিকেট বিক্রি ও শুরু হয়। ঈদের আগেই সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রাম রুটের আন্ত:নগর ট্রেনের সিডিউল বিপর্জয় ঘটেছে। শুধু আন্তনগর ট্রেনই নয় তার সাথে যুক্ত হয়েছে সাধারন মেইল ট্রেনগুলো । রেল স্টেশন সুত্রে জানা যায়, দেশে ট্রেনের ইঞ্জিন সংকট ও পুরানো ইঞ্জিনকে জোড়াতালি দিয়ে আন্ত:নগর ট্রেনগুলো চালানো হচ্ছে। যার ফলে সিলেট রুটের প্রতিটি আন্ত:নগর ট্রেন ঢাকা রুটের গুলি চলতে চলতে প্রায় ৪৫ থেকে ১ ঘন্টা বিলম্বে আসা যাওয়া করছে। আর চট্রগ্রাম রুটের আন্ত:নগর ট্রেন গুলি দেড় থেকে ২ ঘন্টা বিলম্বে চলাফেরা করছে। সাধারন মেইল ট্রেনগুলো তার নির্ধারীত সময় থেকে ৭ থেকে ৮ ঘন্টা বিলম্বে চলা ফেরা করছে। শ্রীমঙ্গল রেল স্টেশনে অগ্রীম টিকেট কিনতে আসা শরীফ উদ্দিন জানান টিকেট তো ক্রয় করলাম কিন্তু ঠিক মত বাড়ী পৌছাতে পারব কি? যে ভাবে ট্রিনগুলোর সিডিউল বিপজয় ঘটছে তাতে তারা অতংকে আছেন।
পবিত্র ঈদুল ফিতর পালনের জন্য বাংলাদেশ রেলওযে ট্রেনের অগ্রীম টিকেট বিক্রির শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। ৩০ জুলাই মঙ্গলবার কাকাডাকা ভোর বেলা থেকেই শ্রীমঙ্গল ও কুলাউড়া রেল স্টেশনে যাত্রীদের ভীর জমে অগ্রীম টিকেট কাটার জন্য। সকাল ৯ টা থেকে যথারীতি টিকেট বিক্রি ও শুরু হয়। ঈদের আগেই সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রাম রুটের আন্ত:নগর ট্রেনের সিডিউল বিপর্জয় ঘটেছে। শুধু আন্তনগর ট্রেনই নয় তার সাথে যুক্ত হয়েছে সাধারন মেইল ট্রেনগুলো । রেল স্টেশন সুত্রে জানা যায়, দেশে ট্রেনের ইঞ্জিন সংকট ও পুরানো ইঞ্জিনকে জোড়াতালি দিয়ে আন্ত:নগর ট্রেনগুলো চালানো হচ্ছে। যার ফলে সিলেট রুটের প্রতিটি আন্ত:নগর ট্রেন ঢাকা রুটের গুলি চলতে চলতে প্রায় ৪৫ থেকে ১ ঘন্টা বিলম্বে আসা যাওয়া করছে। আর চট্রগ্রাম রুটের আন্ত:নগর ট্রেন গুলি দেড় থেকে ২ ঘন্টা বিলম্বে চলাফেরা করছে। সাধারন মেইল ট্রেনগুলো তার নির্ধারীত সময় থেকে ৭ থেকে ৮ ঘন্টা বিলম্বে চলা ফেরা করছে। শ্রীমঙ্গল রেল স্টেশনে অগ্রীম টিকেট কিনতে আসা শরীফ উদ্দিন জানান টিকেট তো ক্রয় করলাম কিন্তু ঠিক মত বাড়ী পৌছাতে পারব কি? যে ভাবে ট্রিনগুলোর সিডিউল বিপজয় ঘটছে তাতে তারা অতংকে আছেন। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন