বেসামাল প্রধামন্ত্রীকে আন্দোলনের মাধ্যমে সামলানো হবে–আবেদ রাজা
বেসামাল প্রধামন্ত্রীকে আন্দোলনের মাধ্যমে সামলানো হবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তী সংগঠক, বিশিষ্ট আইনজীবী এএনএম আবেদ রাজা বলেছেন নির্বাচনের পূর্বেই যারা ক্ষমতায় পুনঃরায় আসার ঘোষণা দেয় তারা গণতন্ত্রের শত্রু। পবিত্র কোরআন নাযিল, বদরসহ আরও যুদ্ধ রমজান মাসে সংগঠিত হয়েছিল উলে¬খ করে তিনি বলেন ঈদ পরবর্তী দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে তত্বাবধায়ক নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করে সরকারকে পরাস্ত করতে হবে। এড. আবেদ রাজা গত ৬ আগষ্ট কমলগঞ্জের আদমপুরে এবং কুলাউড়ার টিলাগাওয়ের হাজিপুরস্থ হযরত শাহজালাল (রহঃ) এর ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সালাম শাহ (রহঃ) মাজার প্রাঙ্গনে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আদমপুরে সাবেক সভাপতি চান মিয়া ও মাজার প্রাঙ্গনে তারা মিয়া ভাসানী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কুলাউড়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ মজিদ, সহ-সভাপতি রওশন খান, প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, হাজী তৈয়ব আহমদ, রানা মেম্বার, মখলিছ আহমেদ, খাদিমদার ছটই পীর, যুবদল নেতা সুমনসহ অন্যান্যরা। এর পূর্বে ঢাকা থেকে পারাবত আন্তঃনগর ট্রেন যোগে এড. আবেদ রাজা ভানুগাছ স্টেশন পৌছলে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। এছাড়াও তিনি কমলগঞ্জ, শ্রীমঙ্গল এলাকায় গত সংসদ নির্বাচনে জোটপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জমশেদ আহমেদ, কমলগঞ্জ বিএনপি নেতা শফি আহমেদের সাথে পৃথক পৃথকভাবে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বেসামাল প্রধামন্ত্রীকে আন্দোলনের মাধ্যমে সামলানো হবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তী সংগঠক, বিশিষ্ট আইনজীবী এএনএম আবেদ রাজা বলেছেন নির্বাচনের পূর্বেই যারা ক্ষমতায় পুনঃরায় আসার ঘোষণা দেয় তারা গণতন্ত্রের শত্রু। পবিত্র কোরআন নাযিল, বদরসহ আরও যুদ্ধ রমজান মাসে সংগঠিত হয়েছিল উলে¬খ করে তিনি বলেন ঈদ পরবর্তী দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে তত্বাবধায়ক নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করে সরকারকে পরাস্ত করতে হবে। এড. আবেদ রাজা গত ৬ আগষ্ট কমলগঞ্জের আদমপুরে এবং কুলাউড়ার টিলাগাওয়ের হাজিপুরস্থ হযরত শাহজালাল (রহঃ) এর ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সালাম শাহ (রহঃ) মাজার প্রাঙ্গনে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আদমপুরে সাবেক সভাপতি চান মিয়া ও মাজার প্রাঙ্গনে তারা মিয়া ভাসানী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কুলাউড়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ মজিদ, সহ-সভাপতি রওশন খান, প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, হাজী তৈয়ব আহমদ, রানা মেম্বার, মখলিছ আহমেদ, খাদিমদার ছটই পীর, যুবদল নেতা সুমনসহ অন্যান্যরা। এর পূর্বে ঢাকা থেকে পারাবত আন্তঃনগর ট্রেন যোগে এড. আবেদ রাজা ভানুগাছ স্টেশন পৌছলে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। এছাড়াও তিনি কমলগঞ্জ, শ্রীমঙ্গল এলাকায় গত সংসদ নির্বাচনে জোটপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জমশেদ আহমেদ, কমলগঞ্জ বিএনপি নেতা শফি আহমেদের সাথে পৃথক পৃথকভাবে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। শাকিরুল ইসলাম জুয়েল॥
মন্তব্য করুন