মৌলভীবাজারের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

August 9, 2013,

দীর্ঘ একমাস সিয়াম সাধণার পর মৌলভীবাজারের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই শুক্রবার সকাল ৭টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ্ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে সর্বস্থরের মানুষ এক কাতারে নামাজ আদায় করেন। প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী। এর পর আরো দুটি ঈদের জামাত আদায় টাউন ঈদগাহ্ ময়দানে। ঈদের নামাজ পূর্বে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়। এছাড়াও জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল, জুড়ি ও বড়লেখা উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ একমাস সিয়াম সাধণার পর মৌলভীবাজারের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই শুক্রবার সকাল ৭টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ্ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে সর্বস্থরের মানুষ এক কাতারে নামাজ আদায় করেন। প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী। এর পর আরো দুটি ঈদের জামাত আদায় টাউন ঈদগাহ্ ময়দানে। ঈদের নামাজ পূর্বে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়। এছাড়াও জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল, জুড়ি ও বড়লেখা উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com