শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১২
ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর এলাকায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মো. এরশাদ মিয়া (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও ১০জন। নিহত সিএনজি চালকের বাড়ী মৌলভীবাজার গোবিন্দশ্রী এলাকার ইউসুফ মিয়ার পুত্র। আহতদেরকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সিএনজি চালকের বড় ভাই লাল মিয়া জানান, ৯ আগষ্ট শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিএনজি চালক এরশাদ মিয়া ৫জন যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। কালাপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই এরশাদ মিয়া মারা যান। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মিহির কান্তি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়। অপর দিকে আহতদের মধ্যে এক যাত্রী ১২ আগষ্ট সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর এলাকায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মো. এরশাদ মিয়া (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও ১০জন। নিহত সিএনজি চালকের বাড়ী মৌলভীবাজার গোবিন্দশ্রী এলাকার ইউসুফ মিয়ার পুত্র। আহতদেরকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সিএনজি চালকের বড় ভাই লাল মিয়া জানান, ৯ আগষ্ট শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিএনজি চালক এরশাদ মিয়া ৫জন যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। কালাপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই এরশাদ মিয়া মারা যান। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মিহির কান্তি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়। অপর দিকে আহতদের মধ্যে এক যাত্রী ১২ আগষ্ট সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। শ্রীমঙ্গল প্রতিনিধি॥
মন্তব্য করুন