বিটিভির সংবাদ কর্মীদের নিয়ে ঈদের বিশেষ ম্যগাজিন আনন্দ সংবাদ ডট কম অথবা ঈদের ৫ম দিন বিটিভিতে আনন্দ সংবাদ ডট কম

August 12, 2013,

বাংলাদেশ টেলিভিশনের সংবাদ কর্মীদের নিয়ে নির্মিত ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ সংবাদ ডট কম আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দুপুর সাড়ে ১২ টা ও রাত ৯ টায়। বিটিভির উপ-মহাপরিচালক বার্তা বাহার উদ্দিন খেলনের পরিকল্পনায় আনন্দ সংবাদ ডট কমে বিটিভির বার্তা বিভাগে কর্মরত প্রযোজক, রিপোর্টার, প্রেজেন্টার ও সংবাদ সহযোগীরা অংশ নেন বিভিন্ন নাট্যাংশ, জনপ্রিয় গানের সঙ্গে লিপসিং, ফ্যাশন শো, যাত্রা, ফান টক শো ও পরিবেশন করেন স্বকন্ঠের গান। ফয়জুল্লাহ সাঈদের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। আনন্দ সংবাদ ডট কম প্রসঙ্গে বাহার উদ্দিন খেলন জানান, আনন্দ সংবাদ ডট কমের বিভিন্ন নাট্যাংশে তুলে ধরা হয়েছে সমাজের নানা অসংঙ্গতি। সেই সঙ্গে একাট ফ্যাশন শোর মাধ্যমে ফুটে উঠেছে আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। ৫৫ মিনিট ব্যাপ্তিকালের এ অনুষ্ঠানে দর্শক উপভোগ করতে পারবেন ২৫ টি মজার ও বক্তব্যধর্মী সেগমেন্ট। আনন্দ সংবাদ ডট কমের বিভিন্ন সেগমেন্টে অংশ নিয়েছেন বিটিভির সংবাদ শাখার ফুয়াদ, খোরশেদ আলম, মনিরুজ্জামান , মেহনাজ কবির, আলফি খান, হামিদা শেলী, নুরুল হাসনাত জিলান, নূজহাত-ই- রহমান, শফিউল্লাহ সুমন, মাহবুব, আরেফিন, খালিদ, ফারুকী, তানজিব, রাজিব, লিজা, মিনাক্ষী, তিন্নি, মনির, শফিক বাবু, লায়লা, তৃপ্তি, সুজন, মামুন প্রমূখ।
বাংলাদেশ টেলিভিশনের সংবাদ কর্মীদের নিয়ে নির্মিত ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ সংবাদ ডট কম আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দুপুর সাড়ে ১২ টা ও রাত ৯ টায়। বিটিভির উপ-মহাপরিচালক বার্তা বাহার উদ্দিন খেলনের পরিকল্পনায় আনন্দ সংবাদ ডট কমে বিটিভির বার্তা বিভাগে কর্মরত প্রযোজক, রিপোর্টার, প্রেজেন্টার ও সংবাদ সহযোগীরা অংশ নেন বিভিন্ন নাট্যাংশ, জনপ্রিয় গানের সঙ্গে লিপসিং, ফ্যাশন শো, যাত্রা, ফান টক শো ও পরিবেশন করেন স্বকন্ঠের গান। ফয়জুল্লাহ সাঈদের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। আনন্দ সংবাদ ডট কম প্রসঙ্গে বাহার উদ্দিন খেলন জানান, আনন্দ সংবাদ ডট কমের বিভিন্ন নাট্যাংশে তুলে ধরা হয়েছে সমাজের নানা অসংঙ্গতি। সেই সঙ্গে একাট ফ্যাশন শোর মাধ্যমে ফুটে উঠেছে আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। ৫৫ মিনিট ব্যাপ্তিকালের এ অনুষ্ঠানে দর্শক উপভোগ করতে পারবেন ২৫ টি মজার ও বক্তব্যধর্মী সেগমেন্ট। আনন্দ সংবাদ ডট কমের বিভিন্ন সেগমেন্টে অংশ নিয়েছেন বিটিভির সংবাদ শাখার ফুয়াদ, খোরশেদ আলম, মনিরুজ্জামান , মেহনাজ কবির, আলফি খান, হামিদা শেলী, নুরুল হাসনাত জিলান, নূজহাত-ই- রহমান, শফিউল্লাহ সুমন, মাহবুব, আরেফিন, খালিদ, ফারুকী, তানজিব, রাজিব, লিজা, মিনাক্ষী, তিন্নি, মনির, শফিক বাবু, লায়লা, তৃপ্তি, সুজন, মামুন প্রমূখ। বিশেষ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com