জুড়ীর ফুলতলা সীমান্ত এলাকা থেকে ২৯১ বোতল ফেন্সিডিল জব্দ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী মেইন পিলার ১৮৩১ সীমান্ত এলাকা থেকে ২৯১ বোতল ফেন্সিডিল জব্দ করেছে রাজকী বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। গত ১৩ আগষ্ট মঙ্গলবার বিকেলে তিন পাচার কারী ভারত থেকে ২৯১ বোতল ফেন্সিডিল বাংলাদেশের সীমান্ত এলাকা দিয়ে পাচার করছিল। এ সময় রাজকী বিওপি ক্যাম্পের নায়েক জিতেন্দ্র চন্দ্র ঘোষের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাদের ধাওয়া করলে ফেন্সিডিল রেখে পাচার কারীরা পালিয়ে যায়। কার্টুন বস্তা বর্তি ফেন্সিডিল গুলো উদ্বার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। যোগাযোগ করা হলে ৪১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেঃ কর্নেল সাইফুল ইসলাম (সাইফ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান বন্দে সীমান্তের চৌকি গুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী মেইন পিলার ১৮৩১ সীমান্ত এলাকা থেকে ২৯১ বোতল ফেন্সিডিল জব্দ করেছে রাজকী বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। গত ১৩ আগষ্ট মঙ্গলবার বিকেলে তিন পাচার কারী ভারত থেকে ২৯১ বোতল ফেন্সিডিল বাংলাদেশের সীমান্ত এলাকা দিয়ে পাচার করছিল। এ সময় রাজকী বিওপি ক্যাম্পের নায়েক জিতেন্দ্র চন্দ্র ঘোষের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাদের ধাওয়া করলে ফেন্সিডিল রেখে পাচার কারীরা পালিয়ে যায়। কার্টুন বস্তা বর্তি ফেন্সিডিল গুলো উদ্বার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। যোগাযোগ করা হলে ৪১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেঃ কর্নেল সাইফুল ইসলাম (সাইফ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান বন্দে সীমান্তের চৌকি গুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। জুড়ী প্রতিনিধি॥
মন্তব্য করুন