শ্রীমঙ্গলে র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজীর অভিযোগে ৫ জন আটক

August 19, 2013,

শ্রীমঙ্গল উপজেলার ভ্যাকেশন রেষ্ট হাউজে কলর্গাল নিয়ে আড্ডা দেয়ার সময় র‌্যাব পরিচয় দিয়ে ১৫ হাজার টাকা ছিনতাই ও প্রাইভেটকার আটকে রাখার অভিযোগে মৌলভীবাজার ডিভি পুলিশ ৫ জনকে আটক করেছে। ১৮ আগষ্ট রোবরার রাতে শ্রীমঙ্গল রেল গেইট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো ভ্যাকেশন রেষ্ট হাউজের ম্যানেজার রুবেল আহমদ (২৩),শান্তিবাগ এলাকার শেখ মোঃ রায়হান (২৮),শ্যামলী এলাকার রাহিন আহমদ(২৫), লালবাগ এলাকার জুনেদ মিয়া (২৮) ও মিশন রোড এলাকার রফিকুল ইসলাম (২৩)। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, কমলগঞ্জ উপজেলার সাজিম আহমদ তরফদার অভিযোগ করেন গত ১৫ আগষ্ট তার প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ভ-০২-০৯২৪) নিয়ে শ্রীমঙ্গলের ভ্যাকেশন রেষ্ট হাউজ এলাকায় কলর্গাল নিয়ে বেড়াতে গেলে এ ঘটনা ঘটে। পরে ডিভি পুলিশ প্রাইভেটকার উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ৫জনকে আটক করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কলর্গাল নিয়ে অনৈতিক কাজে বাধা প্রদানের সময় প্রাইভেটকার রেখে পালিয়ে যান জৈনক সাজিম তরফদার। পরে নিরীহ যুবকদের পুলিশ ফাসিঁয়ে দিতে সাজিমের হয়ে মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানী করছে। এ বিষয়ে অভিযোগকারী সাজিম তরফদার সাংবাদিকদের বলেন, তার গাড়ি আটক রেখে ২ লক্ষ টাকা চাদাঁদাবী করলে ডিবি পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের আটক করে। এ নিয়ে এলাকাবাসী আমাকে নিয়ে নানা অপপ্রচার করছে বলে দাবী করেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমুল্য কুমার চৌধুরী গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি ছিনতাই মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার ভ্যাকেশন রেষ্ট হাউজে কলর্গাল নিয়ে আড্ডা দেয়ার সময় র‌্যাব পরিচয় দিয়ে ১৫ হাজার টাকা ছিনতাই ও প্রাইভেটকার আটকে রাখার অভিযোগে মৌলভীবাজার ডিভি পুলিশ ৫ জনকে আটক করেছে। ১৮ আগষ্ট রোবরার রাতে শ্রীমঙ্গল রেল গেইট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো ভ্যাকেশন রেষ্ট হাউজের ম্যানেজার রুবেল আহমদ (২৩),শান্তিবাগ এলাকার শেখ মোঃ রায়হান (২৮),শ্যামলী এলাকার রাহিন আহমদ(২৫), লালবাগ এলাকার জুনেদ মিয়া (২৮) ও মিশন রোড এলাকার রফিকুল ইসলাম (২৩)। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, কমলগঞ্জ উপজেলার সাজিম আহমদ তরফদার অভিযোগ করেন গত ১৫ আগষ্ট তার প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ভ-০২-০৯২৪) নিয়ে শ্রীমঙ্গলের ভ্যাকেশন রেষ্ট হাউজ এলাকায় কলর্গাল নিয়ে বেড়াতে গেলে এ ঘটনা ঘটে। পরে ডিভি পুলিশ প্রাইভেটকার উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ৫জনকে আটক করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কলর্গাল নিয়ে অনৈতিক কাজে বাধা প্রদানের সময় প্রাইভেটকার রেখে পালিয়ে যান জৈনক সাজিম তরফদার। পরে নিরীহ যুবকদের পুলিশ ফাসিঁয়ে দিতে সাজিমের হয়ে মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানী করছে। এ বিষয়ে অভিযোগকারী সাজিম তরফদার সাংবাদিকদের বলেন, তার গাড়ি আটক রেখে ২ লক্ষ টাকা চাদাঁদাবী করলে ডিবি পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের আটক করে। এ নিয়ে এলাকাবাসী আমাকে নিয়ে নানা অপপ্রচার করছে বলে দাবী করেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমুল্য কুমার চৌধুরী গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি ছিনতাই মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com