মৌলভীবাজারের ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরন করেছে অনিবার্ণ

August 19, 2013,

মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর হাতে একসেট করে নতুন বই তুলে দিলো সামাজিক সংস্থা অনির্বাণ। সোমবার ১৯ আগষ্ট দুপুরে মৌলভীবাজার শহরের একটি রেস্তোরার সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেয়া হয়। এ উপলক্ষে অলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম আকবর, সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মো: আইয়ূব আলী, বিএনপি নেতা ফয়সল আহমদ, জেলা শিল্পকলা একাডেমির কোষাধ্যক্ষ জাকির হোসন উজ্জ্বল, চেম্বার অব কমার্সের পরিচালক হাসান আহমেদ জাবেদ, সরওয়ার মজুমদার ইমন প্রমূখ। বক্তারা শিক্ষার অলো বিস্তারে এ ধরনের উদ্যোগে সমাজের বিত্তবাদ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর হাতে একসেট করে নতুন বই তুলে দিলো সামাজিক সংস্থা অনির্বাণ। সোমবার ১৯ আগষ্ট দুপুরে মৌলভীবাজার শহরের একটি রেস্তোরার সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেয়া হয়। এ উপলক্ষে অলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম আকবর, সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মো: আইয়ূব আলী, বিএনপি নেতা ফয়সল আহমদ, জেলা শিল্পকলা একাডেমির কোষাধ্যক্ষ জাকির হোসন উজ্জ্বল, চেম্বার অব কমার্সের পরিচালক হাসান আহমেদ জাবেদ, সরওয়ার মজুমদার ইমন প্রমূখ। বক্তারা শিক্ষার অলো বিস্তারে এ ধরনের উদ্যোগে সমাজের বিত্তবাদ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com