অন্তবর্তীকালীন সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে—চিফ হুইপ

August 25, 2013,

জাতীয় সংসদের চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই দলীয় নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার জঙ্গীবাদের সৃষ্টি হবে। তারা উন্নয়ন চায় না বলেই হেফাজতকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করছে। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনরায়ে আবারো আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। চিফ হুইপ ২৩ আগষ্ট শুক্রবার রাত ৮টায় কমলগঞ্জ উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: আব্দুল মতিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নারায়ণ মল্লিক সাগরের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আছলম ইকবাল মিলন, যুগ্ম সম্পাদক ছিদ্দেক আলী, সাংগঠনিক সম্পাদক রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আব্দুল হান্নান, অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহেদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির নেতা ডা: আব্দুল হান্নান চিনু, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছিত, ইলিয়াছুর রহমান মহরম, যুবলীগ নেতা প্রকৌশলী তওফিক আহমদ বাবু, আতিকুর রশীদ চৌধুরী কামরান, ছাত্রলীগ নেতা আবুল বশর জিল্লুল, লায়েক খান প্রমুখ। সম্মেলন শেষে রাত ১০টায় পতনঊষার উচ্চ বিদ্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: রফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংসদের চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। গভীর রাত পর্যন্ত সভাপতি, সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কোন সমঝোতা না হওয়ায় কাউন্সিল অধিবেশন মূলতবী ঘোষনা করা হয়। এর আগে চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে শমশেরনগর-তারাপাশা-কুলাউড়া সড়কে নবনির্মিত ঊষাদেবী সেতুর শুভ উদ্বোধন করেন।
জাতীয় সংসদের চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই দলীয় নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার জঙ্গীবাদের সৃষ্টি হবে। তারা উন্নয়ন চায় না বলেই হেফাজতকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করছে। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনরায়ে আবারো আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। চিফ হুইপ ২৩ আগষ্ট শুক্রবার রাত ৮টায় কমলগঞ্জ উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: আব্দুল মতিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নারায়ণ মল্লিক সাগরের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আছলম ইকবাল মিলন, যুগ্ম সম্পাদক ছিদ্দেক আলী, সাংগঠনিক সম্পাদক রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আব্দুল হান্নান, অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহেদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির নেতা ডা: আব্দুল হান্নান চিনু, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছিত, ইলিয়াছুর রহমান মহরম, যুবলীগ নেতা প্রকৌশলী তওফিক আহমদ বাবু, আতিকুর রশীদ চৌধুরী কামরান, ছাত্রলীগ নেতা আবুল বশর জিল্লুল, লায়েক খান প্রমুখ। সম্মেলন শেষে রাত ১০টায় পতনঊষার উচ্চ বিদ্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: রফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংসদের চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। গভীর রাত পর্যন্ত সভাপতি, সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কোন সমঝোতা না হওয়ায় কাউন্সিল অধিবেশন মূলতবী ঘোষনা করা হয়। এর আগে চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে শমশেরনগর-তারাপাশা-কুলাউড়া সড়কে নবনির্মিত ঊষাদেবী সেতুর শুভ উদ্বোধন করেন। কমলগঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com