কুলাউড়ায় মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পিং

August 25, 2013,

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিএইচডি এর যৌথ আয়োজনে কর্মধা ইউনিয়নের মনসুরপুর কমিউনিটি ক্লিনিকে গত ২২ আগষ্ট বৃহস্পতিবার মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক একদিনের ক্যাম্পিং এর আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও ইউনিয়ন ফ্যাসিলিটেটর পিএইচডি মোঃ আব্দুল বাকী (মানিক) পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পিএইচডি’র জেলা সমন্বয়কারী মোঃ জামিরুল ইসলাম, কুলাউড়া-রাজনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড কো-অর্ডিনেটার শেখ মোঃ আব্দুল খালেক, মনসুরপুর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মনসুর কমিউনিটি ক্লিনিকের সিজিএর সভাপতি ইউনুছ আলী, মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস নুরুন্নাহার বেগম, পিএইচডি ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোঃ কামাল উদ্দিন ও সিএইচ সিপি অঞ্জন কান্তি দেব প্রমুখ। উল্লেখ্য গর্ভকালীন সময়ে গ্রাম এলাকার অনেক মায়েরা রক্ত শূন্যতায় ভোগেন, দীর্ঘ মেয়াদী রক্ত শূন্যতার কারণে মায়ের পেটে বাচ্চা বেড়ে উঠতে না পারায় স্বল্প ওজনের দূর্বল বাচ্চার জন্ম দেয়। স্বল্প ওজনের দূর্বল বাচ্চা পরবর্তীতে নানাবিধ অসুখে ভোগতে থাকে। অন্যদিকে গর্ভকালীন ডায়াবেটিস সঠিকভাবে নিয়ন্ত্রন করা না হলে পরবর্তীতে ডায়াবেটিস রোগে স্থায়ীভাবে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে। এ বিষয়গুলো মোকাবেলা করার জন্য উক্ত কর্মসূচী গ্রহন করা হয়েছে। উক্ত ক্যাম্পে মোট ৮৬ জন গর্ভবর্তী মাকে স্বাস্থ্য শিক্ষা দেয়ার পাশাপাশি তাদের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তের হিমোগ্লোবিন এবং রক্তের সুগার পরিক্ষা করা হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিএইচডি এর যৌথ আয়োজনে কর্মধা ইউনিয়নের মনসুরপুর কমিউনিটি ক্লিনিকে গত ২২ আগষ্ট বৃহস্পতিবার মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক একদিনের ক্যাম্পিং এর আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও ইউনিয়ন ফ্যাসিলিটেটর পিএইচডি মোঃ আব্দুল বাকী (মানিক) পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পিএইচডি’র জেলা সমন্বয়কারী মোঃ জামিরুল ইসলাম, কুলাউড়া-রাজনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড কো-অর্ডিনেটার শেখ মোঃ আব্দুল খালেক, মনসুরপুর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মনসুর কমিউনিটি ক্লিনিকের সিজিএর সভাপতি ইউনুছ আলী, মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস নুরুন্নাহার বেগম, পিএইচডি ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোঃ কামাল উদ্দিন ও সিএইচ সিপি অঞ্জন কান্তি দেব প্রমুখ। উল্লেখ্য গর্ভকালীন সময়ে গ্রাম এলাকার অনেক মায়েরা রক্ত শূন্যতায় ভোগেন, দীর্ঘ মেয়াদী রক্ত শূন্যতার কারণে মায়ের পেটে বাচ্চা বেড়ে উঠতে না পারায় স্বল্প ওজনের দূর্বল বাচ্চার জন্ম দেয়। স্বল্প ওজনের দূর্বল বাচ্চা পরবর্তীতে নানাবিধ অসুখে ভোগতে থাকে। অন্যদিকে গর্ভকালীন ডায়াবেটিস সঠিকভাবে নিয়ন্ত্রন করা না হলে পরবর্তীতে ডায়াবেটিস রোগে স্থায়ীভাবে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে। এ বিষয়গুলো মোকাবেলা করার জন্য উক্ত কর্মসূচী গ্রহন করা হয়েছে। উক্ত ক্যাম্পে মোট ৮৬ জন গর্ভবর্তী মাকে স্বাস্থ্য শিক্ষা দেয়ার পাশাপাশি তাদের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তের হিমোগ্লোবিন এবং রক্তের সুগার পরিক্ষা করা হয়। এইচ ডি রুবেল॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com