বড়লেখায় সাংবাদিককে প্রাণে হত্যার হুমকি
মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক নয়াদিগন্ত/উত্তরপূর্বের উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক বড়কণ্ঠের বার্তা সম্পাদক জালাল আহমদকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গত ২০ আগস্ট রাত ১১.২৪ মিনিটে একটি অপরিচিত মোবাইল ফোন থেকে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে তিনি গত ২১ আগস্ট সকালে বড়লেখা থানায় জিডি করেছেন। সূত্র জানায়, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের হিরেরগুল গ্রামের স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা খাসজমিতে বসবাসকারীদের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে ১ জনকে খুন করে এবং আরও ৩ জনকে দা দিয়ে কুপিয়ে চিরতরে পঙ্গু করে দেয়। এসব ঘটনায় একাধিক সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া ফলোআপ সংবাদ প্রকাশিত হলেও ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও খুনিদের গ্রেফতার করেনি পুলিশ। এসব ঘটনায় পেশাদার খুনিরা ওই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ২০ আগস্ট রাত ১১.২৪ মিনিটে একটি অপরিচিত মোবাইল ফোন নাম্বার থেকে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিক জালাল আহমদ বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি-নং-৯০৭) করেছেন। এছাড়াও ২১ আগস্ট রাত ৯.৩৪ মিনিটে পৃথক আরেকটি নাম্বার থেকে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে ওই সন্ত্রাসীরা। এ ব্যাপারে বড়লেখা থানা অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ জিডির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তের জন্য এসআই ফিরোজকে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস, সম্পাদক সমকাল প্রতিনিধি গোপাল দত্ত বাবলু, সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ও আমার দেশ প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, মানবজমিন প্রতিনিধি রুয়েল কামাল, সিলেট সুরমা প্রতিনিধি তপন কুমার দাস প্রমুখ। এছাড়া বড়লেখা উপজেলা সাংবাদিক সমিতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন বড়লেখা উপজেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনর সিলেট বিভাগীয় সভাপতি শিব্বির আহমদ, সম্পাদক কে.এ. রাহিমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক নয়াদিগন্ত/উত্তরপূর্বের উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক বড়কণ্ঠের বার্তা সম্পাদক জালাল আহমদকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গত ২০ আগস্ট রাত ১১.২৪ মিনিটে একটি অপরিচিত মোবাইল ফোন থেকে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে তিনি গত ২১ আগস্ট সকালে বড়লেখা থানায় জিডি করেছেন। সূত্র জানায়, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের হিরেরগুল গ্রামের স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা খাসজমিতে বসবাসকারীদের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে ১ জনকে খুন করে এবং আরও ৩ জনকে দা দিয়ে কুপিয়ে চিরতরে পঙ্গু করে দেয়। এসব ঘটনায় একাধিক সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া ফলোআপ সংবাদ প্রকাশিত হলেও ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও খুনিদের গ্রেফতার করেনি পুলিশ। এসব ঘটনায় পেশাদার খুনিরা ওই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ২০ আগস্ট রাত ১১.২৪ মিনিটে একটি অপরিচিত মোবাইল ফোন নাম্বার থেকে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিক জালাল আহমদ বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি-নং-৯০৭) করেছেন। এছাড়াও ২১ আগস্ট রাত ৯.৩৪ মিনিটে পৃথক আরেকটি নাম্বার থেকে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে ওই সন্ত্রাসীরা। এ ব্যাপারে বড়লেখা থানা অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ জিডির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তের জন্য এসআই ফিরোজকে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস, সম্পাদক সমকাল প্রতিনিধি গোপাল দত্ত বাবলু, সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ও আমার দেশ প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, মানবজমিন প্রতিনিধি রুয়েল কামাল, সিলেট সুরমা প্রতিনিধি তপন কুমার দাস প্রমুখ। এছাড়া বড়লেখা উপজেলা সাংবাদিক সমিতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন বড়লেখা উপজেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনর সিলেট বিভাগীয় সভাপতি শিব্বির আহমদ, সম্পাদক কে.এ. রাহিমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বড়লেখা প্রতিনিধি॥
মন্তব্য করুন