রাজনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
রাজনগরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও শ্রীশ্রী গীতা সংঘ আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয়। দুটি সংগঠনের ভক্তরা উপজেলা সদরে একত্র হয়ে শতাধীক গাড়ির বহর নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জানা যায়, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ করিমপুর চা বাগানে দুটি পর্বে অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম পর্বে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদ্দোজা ও দ্বিতীয় পর্বে সংসদ সদস্য সৈয়দ মহসিন আলী প্রধান অতিথি ছিলেন। এদিকে শ্রীশ্রী গীতা সংঘ উপজেলা সদরে সার্বজনীন দূর্গাবাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করে। উভয় অনুষ্ঠানে সমাজ, দেশ ও বিশ্বশান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
রাজনগরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও শ্রীশ্রী গীতা সংঘ আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয়। দুটি সংগঠনের ভক্তরা উপজেলা সদরে একত্র হয়ে শতাধীক গাড়ির বহর নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জানা যায়, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ করিমপুর চা বাগানে দুটি পর্বে অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম পর্বে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদ্দোজা ও দ্বিতীয় পর্বে সংসদ সদস্য সৈয়দ মহসিন আলী প্রধান অতিথি ছিলেন। এদিকে শ্রীশ্রী গীতা সংঘ উপজেলা সদরে সার্বজনীন দূর্গাবাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করে। উভয় অনুষ্ঠানে সমাজ, দেশ ও বিশ্বশান্তি কামনা করে প্রার্থনা করা হয়। রাজনগর প্রতিনিধি॥
মন্তব্য করুন