কুলাউড়ায় চা পাতা আত্মসাতের অভিযোগে দুই ব্যবস্থাপক গ্রেফতার
কুলাউড়ার লোহাইনি হলিচড়া চা বাগানরে ৫৩ লক্ষ টাকার চা পাতা আত্মসাতের অভিযোগে বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম শফিক ও সহকারী ব্যবস্থাপক মেহেদী হাসানকে সোমবার দুপুরে গ্রেফতার করছে কুলাউড়া থানা পুিলশ। ২ সেপ্টেম্বর ভোর ৬টায় ঢাকা থেকে বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলামকে ও সহকারী ব্যবস্থাপক মেহেদী হাসানকে বাগান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। চা পাতা আত্মসাতের অভিযোগে গত রবিবার তাদের বিরুদ্ধে বাগানের প্রশাসনিক র্কমর্কতা রেজাউল করিম ও স্টোর র্ক্লাক সুদীপ চক্রর্বতীর দায়ের করা পৃথক ২টি মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়। বাগান ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার হামিম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কুলাউড়া উপজেলার লোহাইনি হলিচড়া চা বাগান থেকে ৫৩ লাখ টাকার (১৪ হাজার ২৭৩ কজে) চা পাতা দুই চালানে চট্টগ্রামের ওয়ার হাউজে অকশনে বিক্রির কথা বলে নিয়ে যাওয়া হয়। ২৬ আগস্ট চা পাতা চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে গাড়িসহ চা পাতা উধাও হয়। রেজাউল করিম ও স্টোর ক্লাক সুদীপ চক্রর্বতীর ধারণা, রাস্তা থেকে উধাও হওয়া চা পাতা ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক আত্মসাৎ করেছেন। উল্লেখ্য, ইতিপূর্বে ব্যবস্থাপক শফিকুল ইসলাম শফিক রাজনগর চা-বাগানে বিভিন্ন অনিয়মের অভিযোগে চাকুরিচ্যুত করা হয় বলে জানা যায়। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।
কুলাউড়ার লোহাইনি হলিচড়া চা বাগানরে ৫৩ লক্ষ টাকার চা পাতা আত্মসাতের অভিযোগে বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম শফিক ও সহকারী ব্যবস্থাপক মেহেদী হাসানকে সোমবার দুপুরে গ্রেফতার করছে কুলাউড়া থানা পুিলশ। ২ সেপ্টেম্বর ভোর ৬টায় ঢাকা থেকে বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলামকে ও সহকারী ব্যবস্থাপক মেহেদী হাসানকে বাগান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। চা পাতা আত্মসাতের অভিযোগে গত রবিবার তাদের বিরুদ্ধে বাগানের প্রশাসনিক র্কমর্কতা রেজাউল করিম ও স্টোর র্ক্লাক সুদীপ চক্রর্বতীর দায়ের করা পৃথক ২টি মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়। বাগান ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার হামিম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কুলাউড়া উপজেলার লোহাইনি হলিচড়া চা বাগান থেকে ৫৩ লাখ টাকার (১৪ হাজার ২৭৩ কজে) চা পাতা দুই চালানে চট্টগ্রামের ওয়ার হাউজে অকশনে বিক্রির কথা বলে নিয়ে যাওয়া হয়। ২৬ আগস্ট চা পাতা চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে গাড়িসহ চা পাতা উধাও হয়। রেজাউল করিম ও স্টোর ক্লাক সুদীপ চক্রর্বতীর ধারণা, রাস্তা থেকে উধাও হওয়া চা পাতা ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক আত্মসাৎ করেছেন। উল্লেখ্য, ইতিপূর্বে ব্যবস্থাপক শফিকুল ইসলাম শফিক রাজনগর চা-বাগানে বিভিন্ন অনিয়মের অভিযোগে চাকুরিচ্যুত করা হয় বলে জানা যায়। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন