মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

September 4, 2013,

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনসহ নেতাকর্মীদের উপর মামলা দায়েরের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী গ্রুপ। ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পশ্চিমবাজার এলাকায় সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফয়ছল আহমদ, স্বেচ্ছাসেবক দলের স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমুখ। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৬ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির কর্মীসভায় কেন্দ্রীয় বিএনপি নেতা মো: শাহজাহানের উপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় জেলা বিএনপি সভাপতি এম নাসের গ্রুপের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী গ্রুপের নেতা পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় দুইটি মামলা দায়ের হয়। এরই প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনসহ নেতাকর্মীদের উপর মামলা দায়েরের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী গ্রুপ। ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পশ্চিমবাজার এলাকায় সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফয়ছল আহমদ, স্বেচ্ছাসেবক দলের স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমুখ। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৬ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির কর্মীসভায় কেন্দ্রীয় বিএনপি নেতা মো: শাহজাহানের উপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় জেলা বিএনপি সভাপতি এম নাসের গ্রুপের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী গ্রুপের নেতা পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় দুইটি মামলা দায়ের হয়। এরই প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com