মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে এম সাইফুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

September 5, 2013,

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মিলাদ মাহফিল দোয়া ও শিরনী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পুত্র জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ বিএনপির নেতা কর্মীরা। পরে তারা মরহুমের কবর জিয়ারত করেন। এর পর বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাসসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে পুষ্পস্তবক অর্পন করেন। এ ছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা জড়ো হন গ্রাামের বাড়ী বাহারমর্দনে শ্রদ্ধা জানাতে। সাইফুর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন ধর্মীয় স্থানে রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য ২০০৯ সালের এই দিনে মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার সময় ঢাকা- সিলেট মহা সড়কের ব্রাম্মনবাড়িয়া জেলার খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যান।
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মিলাদ মাহফিল দোয়া ও শিরনী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পুত্র জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ বিএনপির নেতা কর্মীরা। পরে তারা মরহুমের কবর জিয়ারত করেন। এর পর বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাসসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে পুষ্পস্তবক অর্পন করেন। এ ছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা জড়ো হন গ্রাামের বাড়ী বাহারমর্দনে শ্রদ্ধা জানাতে। সাইফুর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন ধর্মীয় স্থানে রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য ২০০৯ সালের এই দিনে মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার সময় ঢাকা- সিলেট মহা সড়কের ব্রাম্মনবাড়িয়া জেলার খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যান। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com