জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হচ্ছে ৩৯ মিলিয়ন ঘনফুট গ্যাস : নতুন করে ভাটেরা গ্যাসক্ষেত্রের ৫নং কূপ খননের কাজ শুরু

September 13, 2013,

কুলাউড়া উপজেলার বরমচাল ও ভাটেরা ইউনিয়নে অবস্থিত ভাটেরা গ্যাসক্ষেত্রের ৫নং কূপ খনন কাজ ১০ সেপ্টম্বর মঙ্গলবার সকালে রিগ ‘বিজয়’ এর মাধ্যমে শুরু হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স এই গ্যাসক্ষেত্রের খনন কাজ করছে। গ্যাসক্ষেত্রের ফিল্ড ইনচার্জ মোহাম্মদ হাসানুজ্জামান জানান, ৩নং কূপ থেকে ২০ মিলিয়ন ঘনফুট ও ৪নং কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন ঘনফুট, মোট ৩৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়ে জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। তবে ১ ও ২নং কূপ থেকে আপাতত কোন উৎপাদন হচ্ছে না। জানা যায়, গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৩৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়ে জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স এই গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে যুক্ত হয়ে দেশে চাহিদা পূরণ করছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন এ কূপটি খননের কাজ শেষ হলে জাতীয় গ্রীডে গ্যাস সংযোগ দেওয়ার সময় তাদের এলাকাকে গ্যাস সংযোগের আওতায় আনার দাবী ।
কুলাউড়া উপজেলার বরমচাল ও ভাটেরা ইউনিয়নে অবস্থিত ভাটেরা গ্যাসক্ষেত্রের ৫নং কূপ খনন কাজ ১০ সেপ্টম্বর মঙ্গলবার সকালে রিগ ‘বিজয়’ এর মাধ্যমে শুরু হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স এই গ্যাসক্ষেত্রের খনন কাজ করছে। গ্যাসক্ষেত্রের ফিল্ড ইনচার্জ মোহাম্মদ হাসানুজ্জামান জানান, ৩নং কূপ থেকে ২০ মিলিয়ন ঘনফুট ও ৪নং কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন ঘনফুট, মোট ৩৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়ে জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। তবে ১ ও ২নং কূপ থেকে আপাতত কোন উৎপাদন হচ্ছে না। জানা যায়, গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৩৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়ে জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স এই গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে যুক্ত হয়ে দেশে চাহিদা পূরণ করছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন এ কূপটি খননের কাজ শেষ হলে জাতীয় গ্রীডে গ্যাস সংযোগ দেওয়ার সময় তাদের এলাকাকে গ্যাস সংযোগের আওতায় আনার দাবী । স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com