কমলগঞ্জে বাড়ির উঠান থেকে প্রাইভেট কার চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাড়ির উঠান থেকে একটি প্রাইভেট কার চুরি হয়। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের শিংরাউলী গ্রামে এ ঘটনাটি ঘটে। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর জুড়ি উপজেলা সদরের ব্যবসায়ী এমদাদুল হোসেন শিংরাউলী গ্রামে আত্মীয় (স্ত্রীর বড় ভাই) রোহিন আহমদের বাড়িতে বেড়াতে আসেন। এ বাড়িতে রাত্রীযাপনকালে পাশের গিয়াস উদ্দীনের বাড়ির উঠানে তার প্রাইভেট কার-ঢাকা মেট্রো-খ-১১-৪০১৫ রাখেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে আর প্রাইভেট কারটি খোঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রাইভেট কারের মালিক বুধবার কমলগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। এ ডায়েরীর অনুলিপি র্যাব-৯ শ্রীমঙ্গল কেন্দ্রে জমা করেন। প্রাইভেট কারের মালিক ব্যবসায়ী এমদাদুল হোসেন জানান, মঙ্গলবার রাতে কারটি পাশের বাড়ির উঠানে রেখেছিলেন। রাতে চালকও তার সাথে আত্মীয়ের বাড়ি রাত্রী যাপন করে। সকাল বেলা ঘুম থেকে উঠে তারা কারটি আর খোঁজে পাননি। তার ধারনা একটি সংঘবদ্ধ কারচোর রাতে কারটি চুরি করে নিয়ে গেছে। শমশেরনগর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম কার চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া কারটি খোঁজে বের করতে ব্যাপক তৎপরতা চলছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাড়ির উঠান থেকে একটি প্রাইভেট কার চুরি হয়। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের শিংরাউলী গ্রামে এ ঘটনাটি ঘটে। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর জুড়ি উপজেলা সদরের ব্যবসায়ী এমদাদুল হোসেন শিংরাউলী গ্রামে আত্মীয় (স্ত্রীর বড় ভাই) রোহিন আহমদের বাড়িতে বেড়াতে আসেন। এ বাড়িতে রাত্রীযাপনকালে পাশের গিয়াস উদ্দীনের বাড়ির উঠানে তার প্রাইভেট কার-ঢাকা মেট্রো-খ-১১-৪০১৫ রাখেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে আর প্রাইভেট কারটি খোঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রাইভেট কারের মালিক বুধবার কমলগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। এ ডায়েরীর অনুলিপি র্যাব-৯ শ্রীমঙ্গল কেন্দ্রে জমা করেন। প্রাইভেট কারের মালিক ব্যবসায়ী এমদাদুল হোসেন জানান, মঙ্গলবার রাতে কারটি পাশের বাড়ির উঠানে রেখেছিলেন। রাতে চালকও তার সাথে আত্মীয়ের বাড়ি রাত্রী যাপন করে। সকাল বেলা ঘুম থেকে উঠে তারা কারটি আর খোঁজে পাননি। তার ধারনা একটি সংঘবদ্ধ কারচোর রাতে কারটি চুরি করে নিয়ে গেছে। শমশেরনগর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম কার চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া কারটি খোঁজে বের করতে ব্যাপক তৎপরতা চলছে। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন