রাজনগরের কাপড় ব্যবসায়ী ঢাকায় নিখোঁজ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারের শাহ মুজাম্মিল আলী নামের এক কাপড় ব্যবসায়ী ঢাকায় মাল আনতে গিয়ে ৪দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে ওই ব্যবসায়ীর পিতা থানায় সাধারণ করেছেন। নিখোঁজ ব্যবসায়ী শাহ মুজাম্মিল আলী মুন্সিাবজারের হায়পুর গ্রামের শাহ মতছির আলীর ছেলে। সাধারণ ডায়রী ও ব্যবসায়ীর পিতা শাহ মতছির আলী জানান, উপজেলার মুন্সিবাজারে তার ছেলে শাহ মুজাম্মিল আলীর (২৪) এসএম ফ্যাশন নাকে একটি কাপড়ের দোকান রয়েছে। গত ১০ সেপ্টেম্বর রাত ১০টায় দোাকানের মাল আনতে ১লক্ষ ৩০ হাজার টাকা সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এর পর থেকে সে নিখোজ রয়েছে। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরও (০১৭৩৮৫৩৫৭০৮, ০১৭৭৯৩৮৩৪৯৬) বন্ধ রয়েছে। ঢাকায় তার কাপড়ের ব্যবসয়ী মালিকদের সঙ্গে যোগাযোগ করেও কোন সন্ধান পাননি। পরের দিন রাতে থানায় সাধারণ ডায়রী (নং ৪৫৬, ১১/৯/১৩ইং) করেন পিতা শাহ মতছির আলী।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারের শাহ মুজাম্মিল আলী নামের এক কাপড় ব্যবসায়ী ঢাকায় মাল আনতে গিয়ে ৪দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে ওই ব্যবসায়ীর পিতা থানায় সাধারণ করেছেন। নিখোঁজ ব্যবসায়ী শাহ মুজাম্মিল আলী মুন্সিাবজারের হায়পুর গ্রামের শাহ মতছির আলীর ছেলে। সাধারণ ডায়রী ও ব্যবসায়ীর পিতা শাহ মতছির আলী জানান, উপজেলার মুন্সিবাজারে তার ছেলে শাহ মুজাম্মিল আলীর (২৪) এসএম ফ্যাশন নাকে একটি কাপড়ের দোকান রয়েছে। গত ১০ সেপ্টেম্বর রাত ১০টায় দোাকানের মাল আনতে ১লক্ষ ৩০ হাজার টাকা সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এর পর থেকে সে নিখোজ রয়েছে। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরও (০১৭৩৮৫৩৫৭০৮, ০১৭৭৯৩৮৩৪৯৬) বন্ধ রয়েছে। ঢাকায় তার কাপড়ের ব্যবসয়ী মালিকদের সঙ্গে যোগাযোগ করেও কোন সন্ধান পাননি। পরের দিন রাতে থানায় সাধারণ ডায়রী (নং ৪৫৬, ১১/৯/১৩ইং) করেন পিতা শাহ মতছির আলী। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন